ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মার্সেল বিজয় দিবস হকি সোমবার শুরু

প্রকাশিত: ০৫:৫৩, ১৮ ডিসেম্বর ২০১৬

মার্সেল বিজয় দিবস হকি সোমবার শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) আয়োজন করতে যাচ্ছে ত্রয়োদশ বিজয় দিবস হকি প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপ। ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেলের ব্যানারে অনুষ্ঠিত হবে ‘মার্সেল বিজয় দিবস হকি প্রতযোগিতা।’ আটদিনব্যাপী এই প্রতিযোগিতা আগামী ২৬ ডিসেম্বর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে। এই প্রতিযোগিতায় সার্ভিসেস দলগুলোর পাশাপাশি বিকেএসপি ও চট্টগ্রামের একটি দল অংশ নিতে যাচ্ছে। ছয়টি দলকে দুটি গ্রুপে বিভক্ত করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তার মধ্যে ‘ক’ গ্রুপে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ। ‘খ’ গ্রুপে রয়েছে বিকেএসপি, বাংলাদেশ বিমান বাহিনী ও চান্দগাঁও স্পোর্টিং ক্লাব, চট্টগ্রাম। প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠবে। প্রতিযোগিতার উদ্বোধনী, ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মিডিয়া পার্টনার এটিএন বাংলা সরাসরি সম্প্রচার করবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ৫০ হাজার এবং রানার্সআপ দল ৩০ হাজার টাকা প্রাইজমানি পাবে। সেরা খেলোয়াড় ১০ হাজার ও সর্বোচ্চ গোলদাতা ১০ হাজার টাকা করে পাবেন। এছাড়া ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের প্রত্যেক খেলোয়াড়কে হোম এ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে। শনিবার এই উপলক্ষে বাহফের সভাকক্ষে এক সংবাদ সম্মলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাহফের সহ-সভাপতি খাজা রহমতউল্লাহ, সহ-সভাপতি আনভীর আদিল খান ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক মাহবুবুল এহছান রানা।
×