ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কুক যেখানে শচীনকে ছাড়িয়ে

প্রকাশিত: ০৫:৫২, ১৮ ডিসেম্বর ২০১৬

কুক যেখানে শচীনকে ছাড়িয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ রান, সেঞ্চুরি কিংবা অন্য কোন রেকর্ডে গ্রেট শচীন টেন্ডুলকরকে ছাড়িয়ে যাওয়া সম্ভব- অনেকেই সহসা এটি বিশ্বাস করতে চাইবেন না। তবে ক্রীড়াঙ্গনের অমর সত্য হলো, রেকর্ডের সৃষ্টিই হয় ভাঙ্গার জন্য। তেমনি অনেকটা নীরবে কম বয়সে টেস্টে ১১ হাজারী ক্লাবে নাম লিখিয়ে ইতিহাস গড়লেন এ্যালিস্টার কুক। চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ১০ রান করে আউট হওয়ার পথে সাদা পোশাকের ইংল্যান্ড অধিনায়ক দারুণ এই নজির স্থাপন করেন। শুক্রবার কুক যখন ১১০০০ পূর্ণ করেন তখন তার বয়স ৩১ বছর ৩৫৭ দিন। ২০০৭ সালে ১১ হাজারী ক্লাবে পা রাখার সময় শচীনের বয়স ছিল ৩৪ বছর ৯৫ দিন। ভারতীয় ব্যাটিং জিনিয়াস পরবর্তীতে প্রথম ব্যাটসম্যান হিসেবে পেরিয়ে গেছেন ১২, ১৩, ১৪ ও ১৫ হাজার রানের মাইলফলক (১৫,৯২১)! মিরপুর টেস্টে হেরে বাংলাদেশের সঙ্গে সিরিজ ড্র করার পর ভারত সফরে এক ম্যাচ আগেই সিরিজ খুইয়েছে ইংল্যান্ড। ব্যাটিংয়ে-নেতৃত্বে সময়টা ভাল যাচ্ছে না। তারই মাঝে এই মাইলস্টোন দেশটির রেকর্ড সর্বোচ্চ রানের মালিক কুককে নতুন করে আত্মবিশ্বাস যোগাবে। চেন্নাই টেস্টে মাইলফলক ছুঁতে কুকের মাত্র ২ রানের প্রয়োজন ছিল। উমেশ যাদবের করা ম্যাচের প্রথম বলেই সেটি হয়ে যায়। এরপর ব্যক্তিগত ১০ রানে স্পিনার রবিন্দ্র জাদেজার বলে প্রতিপক্ষ অধিনায়ক বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে ফিরলেও ঠিকই ১১ হাজারী ক্লাবের সদস্য বনে যান আধুনিক ইংল্যান্ডের সেরা এই ব্যাটসম্যান। এছাড়া আরেকটি রেকর্ডে শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে টপকে গেছেন কুক। ২০০৬ সালে অভিষেক থেকে ১১ হাজার ছুঁতে তার সময় লাগল মাত্র ১০ বছর। অভিষেকের ১৩ বছরে ১১ হাজার ছুঁয়ে এতদিন এ তালিকায় সবার ওপরে ছিলেন সাঙ্গাকারা। কুক সেটিও দখল করলেন। অভিজাত এই ক্লাবের মোট সদস্য এখন দশজন। ইংল্যান্ডের হয়ে কুকই প্রথম। ১১ হাজার তো বহু দূরে, টেস্টে কোন ইংলিশ ব্যাটসম্যানের ৯ হাজার রানও নেই! ১৯৯৪ সালে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১১ হাজার ছুঁয়েছিলেন অসি তারকা এ্যালান বোর্ডার। সময়ের বিবেচনায় তখন সেটি ছিল প্রায় অবিশ্বাস্য। ১১ হাজার ১৭৪ রান নিয়ে ওই বছর বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনেছিলেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক। বোর্ডারের মাইলফলকের বয়স যখন এক যুগ, তখন সেখানে আরেকটি নাম যোগ হয়। ২০০৫ সালে ১১ হাজারী ক্লাবে পা রাখেন ক্যারিবিয়ান ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারা। ২০০৭ সালে সঙ্গী হন আরেক গ্রেট শচীন টেন্ডুলকর। এরপর গত ৭ বছরে একে একে সেখানে যোগ দেন আরও সাত তুখোড় উইলোবাজ! আছেন রিকি পন্টিং, জ্যাক ক্যালিস, রাহুল দ্রাবিড়, শিবনারায়ণ চন্দরপল ও মাহেলা জয়াবর্ধনে। সবচেয়ে কম ইনিংসে ১১ হাজার ছুঁয়েছেন কুমার সাঙ্গাকারা। শ্রীলঙ্কান স্টাইলিশ ব্যাটসম্যানের লেগেছিল ২০৮ ইনিংস। ২৫২ ইনিংসে ছুঁয়ে অষ্টম দ্রুততম কুক। সবচেয়ে বেশি, ২৫৯ ইনিংস লেগেছিল বোর্ডারের। ইতিহাসের দশম ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের ১৪০তম টেস্টেই ১১ হাজার ছুঁয়েছেন কুক। চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংসের আগ পর্যন্ত তার মোট রান ১১০৮৮। বোর্ডারকে ছাড়িয়ে নবম স্থানে উঠতে চাই মাত্র ১৬৭ রান। ২৫ ডিসেম্বর বড় দিনে ৩২-এ পা দেবেন, কোন অঘটনা না ঘটলে হয়ত এমনি আরও হাজার রানের মাইলফলক পেরিয়ে যাবেন এ্যালিস্টার নাথান কুক।
×