ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজধানীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ছুরিকাঘাতে ছিনতাই

প্রকাশিত: ০৫:৪০, ১৮ ডিসেম্বর ২০১৬

রাজধানীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ছুরিকাঘাতে ছিনতাই

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর খিলগাঁওয়ে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীসহ তিনজনকে আটক করা হয়েছে। আজিমপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এদিকে খিলক্ষেতে ড্রেজার ব্যবসায়ীর গুলিতে একই পরিবারের তিনজন আহত হয়েছেন। অন্যদিকে ফকিরাপুলে ছিনতাইকারীরা এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। এছাড়া পল্লবীতে মাদক ব্যবসায়ীরা এক কম্পিউটার ব্যবসায়ী ও তার ভাইকে নির্মমভাবে পিটিয়েছে। শনিবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ সব তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর খিলগাঁওয়ে মনি রহমান (২৩) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী মাসুদ পারভেজসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। শনিবার দুপুরে পুলিশ খিদমাহ হাসপাতাল থেকে মনিরের লাশ উদ্ধার করে মযনাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। বিকেলে গৃহবধূ মনিরের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। জানা গেছে, নিহত গৃহবধূর স্বামীর নাম মাসুদ পারভেজ। তিনি একটি এনজিওতে কাজ করেন। তারা খিলগাঁও চৌধুরীপাড়ার বি ব্লকের ১২৬ নম্বর বাড়িতে থাকতেন। মৃত গৃহবধূ মনির খালাতো ভাই বাবু জানান, পাঁচ বছর আগে পারিবারিক সম্মতিতে মনিরের সঙ্গে মাসুদের বিয়ে হয়। সংসার জীবনে প্রায়শই মাসুদ বিনা কারণে তার স্ত্রী মনিকে নির্যাতন চালাত। তিনি জানান, শনিবার ১১টার দিকে হঠাৎ মাসুদ ফোন করে জানান, খালাত বোন মনি মারা গেছে। পরে বিষয়টি তারা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতাল থেকে মৃত গৃহবধূর স্বামী মাসুদ পারভেজকে আটক করে। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গৃহবধূ মনির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তদন্তের স্বার্থে নিহতের স্বামী মাসুদ পারভেজসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। নিহতের স্বামী মাসুদ পারভেজ দাবি করেন, স্ত্রী মনি স্ট্রোক করে মারা গেছে। বিদ্যুতস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু ॥ রাজধানীর আজিমপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মোঃ মিজান (১৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম আয়নাল হক। গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায়। নিহতের ছোটভাই রুবেল জানান, শনিবার দুপুরে আজিমপুর কবরস্থানের পাশে নির্মাণাধীন একটি চারতলা ভবনের নিচতলায় কাজ করছিলেন বড় মিজানসহ তার সহকর্মীরা। কাজের এক পর্যায়ে বড় ভাই মিজান হঠাৎ বৈদ্যুতিক ছেঁড়া তারে বিদ্যুতস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ একই পরিবারের তিনজন ॥ রাজধানীর খিলক্ষেতে ড্রেজার ব্যবসায়ীর গুলিতে একই পরিবারের তিনজন আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়। আহতরা হচ্ছেন, সদু মিয়া (৫০), তার ছেলে আব্দুল হালিম (৩০) ও ফুফাত বোন ফাতেমা বেগম (৬৫)। পুলিশ জানায়, নিজ জমিতে অনুমতি ছাড়া জোরপূর্বক ড্রেজারের পাইপ বসানোকে কেন্দ্র করে প্রতিপক্ষ ড্রেজার ব্যবসায়ীর গুলিতে তারা আহত হন। আহত সদু মিয়া জানান, খিলক্ষেত ডেলনা এলাকায় তাদের জমি রয়েছে। তিনি জানান, আগের দিন রাতের আঁধারে তার মালিকানাধীন জমিতে ড্রেজার পাইপ বসান স্থানীয় প্রভাবশালী ড্রেজার ব্যবসায়ী হামিদুর রহমান। আহত সদু মিয়া বলেন, স্থানীয় হামিদুর রহমান নামে এক ব্যক্তি জোর করে আমাদের জমির ওপর দিয়ে ড্রেজার মেশিনের পাইপ টেনে নিয়েছেন। পরের দিন শনিবার ভোর সাড়ে ৬টার দিকে ঘুম থেকে উঠে দেখি ওই ড্রেজার ব্যবসায়ী তাদের জমির ওপর দিয়ে ড্রেজার মেশিনের পাইপ টেনে নিয়েছেন। তিনি আরও জানান, আমি, আমার ছেলে আর বোন এর প্রতিবাদ করলে তিনি আমাদের লক্ষ্য করে শটগানের গুলি ছোড়েন। এতে আমাদের তিনজনের পায়ে গুলি লাগে। পরে পরিবারের অন্য লোকজন তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসে। ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গুলিবিদ্ধ তিনজনই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ছিনতাই ॥ রাজধানীর ফকিরাপুলে ছিনতাইকারীরা আনার মিয়া (৪৭) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে নগদ এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। পরে আহত ব্যবসায়ীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যবসায়ী আনার মিয়া জানান, সিলেটের দক্ষিণ সুরমায় আশা মেশিনারিজ স্টোরের মালিক তিনি। তিনি জানান, মালামাল কেনার জন্য শনিবার ভোর পৌনে ৬টার দিকে সিলেট থেকে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনের সামনে বাস থেকে নামেন। রিক্সাযোগে পুরান ঢাকার নবাবপুরে যাওয়ার সময় পথে ফকিরাপুলে পৌঁছলে একটি মোটরসাইকেলযোগে দুই ব্যক্তি তার হাতে ও পায়ে ছুরিকাঘাত করে। এ সময় তার কোমরে লুকিয়ে রাখা এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে ওই ছিনতাইকারীরা পালিয়ে যায়। মাদক ব্যবসায়ীর পিটুনিতে দু’জন আহত ॥ এদিকে শুক্রবার গভীররাতে পল্লবীতে মাদক ব্যবসায়ীরা কম্পিউটার ব্যবসায়ী মনির হোসেন (৩২) ও তার ভাই হোসেনকে (২২) নির্মমভাবে পিটিয়েছে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহত মনির হোসেন জানান, পল্লবী থানাধীন মিরপুর ১১ নম্বর সেকশনের বি-ব্লকের ৬ নম্বর রোডের ১২ নম্বর নিজ বাসার সামনে তিনি কম্পিউটার ব্যবসা করেন। তিনি জানান, কয়েকদিন আগে এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী নূর হোসেন তার কাছ থেকে ১০ হাজার টাকা নেন। শুক্রবার রাতে এই টাকা চাইতে গেলে পল্লবী নূর হোসেন গডফাদার ইয়াবা ব্যবসায়ী ফারুকসহ তার সহযোগীরা তিনিসহ তার ভাই হোসেনকে রাস্তা ফেলে লোহার রড, লাঠি দিয়ে নির্মমভাবে পেটায়। পরে তাদের আর্তচিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে ফারুক ও তার সহযোগীরা পালিয়ে যায়। আহত মনির হোসেন জানান, এ ঘটনার তারা হাজেরা বেগম পল্লবী থানায় অভিযোগ দায়ের করেছেন।
×