ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্যান্সারে আক্রান্ত শাম্মীকে বাঁচাতে এগিয়ে আসুন

প্রকাশিত: ০৫:৩৪, ১৮ ডিসেম্বর ২০১৬

ক্যান্সারে আক্রান্ত শাম্মীকে বাঁচাতে এগিয়ে আসুন

স্টাফ রিপোর্টার ॥ ক্যান্সারে আক্রান্ত শাম্মী নাজ সাত্তার সোমার (২৮) জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে অনার্স-মাস্টার্স করেছেন। পড়াশোনা শেষ করে অন্যদের মতো তারও চাকরি করার ইচ্ছা ছিল। স্বপ্ন ছিল বিয়ে করে একটি সুখী-সুন্দর সংসারের। কিন্তু মরণব্যাধী কান্সার তার সব স্বপ্ন-ইচ্ছা কেড়ে নিতে বসেছে। দীর্ঘমেয়াদী চিকিৎসায় সোমা সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে এজন্য প্রয়োজন অনেক অর্থের, যা তার অসচ্ছল পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। এরই মধ্যে তাদের সহায়-সম্বল বিক্রি করে সোমার চিকিৎসা করা হয়েছে। পাবনা জেলার বেড়া উপজেলার আমিনপুর থানা জাতসাখিনি ইউনিয়নে রাজনারায়ণপুর গ্রামের এসএম আব্দুস সাত্তারের বড় মেয়ে সোমা। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করার পর গত আগস্টে তাঁর শরীরে ক্যান্সার ধরা পড়ে। দেশে দীর্ঘদিন চিকিৎসার পর এখন চিকিৎসকদের পরামর্শে কলকাতার ঠাকুর পুকুরের সরোজগুপ্ত ক্যান্সার ইনস্টিটিউট এ্যান্ড রিসার্স সেন্টারে চিকিৎসাধীন। তাঁর চিকিৎসা শেষ করতে প্রায় ১০ লাখ টাকার প্রয়োজন। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। এমতাবস্থায়, অসহায় সোমার চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার অসহায় মাতা-পিতা। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে-০১৭০৪৯৪৮২৬৬ (বিকাশ)। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে সামিয়া সাক্তার রুমা, জনতা ব্যাংক লিঃ, কাশিনাথপুর শাখা, পাবনা, হিসাব নং ০১০০০৬৩৫৯২৮৯১। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে। অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×