ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যৌতুক না পেয়ে স্ত্রীর জিহ্বা ও পায়ের রগ কেটে দিল স্বামী

প্রকাশিত: ০৫:৩৩, ১৮ ডিসেম্বর ২০১৬

যৌতুক না পেয়ে স্ত্রীর জিহ্বা ও পায়ের রগ কেটে দিল স্বামী

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ যৌতুক না পেয়ে গৃহবধূর জিহ্বা ও পায়ের রগ কেটে দিয়েছে স্বামী। এ ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি শাশুড়ি জয়বুন্নেসাকে শনিবার গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী বেলাল পলাতক। বর্বর হামলার শিকার গৃহবধূ সোমা বেগম গুরুতর আহত অবস্থায় বর্তমানে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মামলার অভিযোগ ও সোমার পরিবার সূত্রে জানা গেছে, ২০০৮ সালে দক্ষিণ সুরমার লামুয়া গ্রামের বেলাল মিয়ার সঙ্গে বিয়ে হয় সোমার। বিয়ের তিন বছরের মধ্যেই আরেকটি বিয়ে করে বেলাল। এরপর থেকেই সোমার ওপর শুরু হয় স্বামীর নির্যাতন। নির্যাতন সইতে না পেরে এক বছর আগে বাবার বাড়ি সদর উপজেলার পশ্চিম দর্শায় ফিরে আসেন সোমা। সোমার বড় ভাই হাফিজ মিয়া জানান, সোমাদের বাড়িতে গিয়েও স্ত্রীর কাছ থেকে জোর করে টাকা আনত বেলাল। কিন্তু চাহিদামতো টাকা দিতে না পারায় বৃহস্পতিবার সন্ধ্যায় বেলাল তার সহযোগীদের নিয়ে সোমার ওপর চালায় নির্মম নির্যাতন। ওড়না দিয়ে মুখ বেঁধে প্রথমে কেটে ফেলেন সোমার জিহ্বা। এরপর তার একপায়ের রগ কেটে কুপিয়ে জখম করে অপর পা। এ ব্যাপারে শুক্রবার সন্ধ্যায় বেলাল ও তার পরিবারের সদস্যদের আসামি করে জালালাবাদ থানায় মামলা দায়ের করা হয়। শনিবার সকালে অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামি বেলালের মা জয়বুন্নেসাকে গ্রেফতার করে পুলিশ।
×