ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অন্যত্র ৮

গাজীপুরে লেগুনা ও বাসের মুখোমুখি সংঘর্ষে হত ৬

প্রকাশিত: ০৫:৩২, ১৮ ডিসেম্বর ২০১৬

গাজীপুরে লেগুনা ও বাসের মুখোমুখি সংঘর্ষে হত ৬

জনকণ্ঠ ডেস্ক ॥ গাজীপুরে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ছয়জন নিহত এবং নয়জন আহত হয়েছেন। হতাহতরা সবাই লেগুনার যাত্রী। এছাড়া পৃথক সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন স্থানে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। এর মধ্যে সাতক্ষীরায় পৌর আওয়ামী লীগ নেতা, টাঙ্গাইলে পিকআপ চালকসহ দুজন, নাটোরে অটোভ্যান চালকসহ দুজন, নীলফামারীতে এক যুবক, ঠাকুরগাঁওয়ে এক মুয়াজ্জিন এবং বরিশালে এক নারী নিহত হন। শুক্রবার ও শনিবার দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোঃ এমরান হোসেন জানান, গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারী কলেজের পশ্চিম পাশে ইটাহাটা এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে শনিবার সকাল পৌনে সাতটার দিকে টাঙ্গাইলগামী মুমু পরিবহনের একটি বাস যাত্রী তুলছিল। এ সময় কালিয়াকৈরের চন্দ্রা থেকে চান্দনা চৌরাস্তাগামী যাত্রীবাহী একটি লেগুনা বেপরোয়াগতিতে একটি বাসকে ওভারটেক করতে গেলে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে লেগুনার সঙ্গে মুমু পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় চালকসহ লেগুনার ছয় আরোহী নিহত এবং নয়জন আহত হয়। এলাকাবাসী হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। দুর্ঘটনায় নিহতরা হলেন- গোপালগঞ্জের মোকসেদপুরের কইলা গ্রামের মোতালেব মাতাব্বরের ছেলে লেগুনাচালক সুজন (২০), নেত্রকোনার কলমাকান্দার রঘূরামপুর গ্রামের মৃত আবুল হাসিমের ছেলে আবুল হোসেন (৫০), শেরপুরের নালিতাবাড়ির ভুরুঙ্গা গ্রামের আলী আহাম্মদের ছেলে উকিল মিয়া (৩০), সুনামগঞ্জের সালনার গোবিন্দপুর গ্রামের তুলসী দাসের ছেলে প্রাণনাথ দাস (৪০), ইন্দ্রজিত দাসের ছেলে ও নিহত প্রাণনাথের চাচাত ভাই বাবুল চন্দ্র দাস (৪৫) ও জামালপুরের বকশীগঞ্জের নীলক্ষিয়া গ্রামের বাবুল মিয়ার স্ত্রী আমেনা বেগম (৩৫)। আহত নয়জন হলেন- নূর মোহাম্মদ (৩৫), বাবুল (৩৫), হাবিবুল্লাহ (৩৮), নজরুল হোসেন (১৮), আশিকুল ইসলাম (৪২), নাজমুল হক (৪০), আমিনুল ইসলাম (৪০), আসাদ (২৫) ও বিলকিস (১৬)। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস বলেন, আহতদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সাতক্ষীরা ॥ সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (৫৫) শনিবার সকাল নয়টার দিকে খুলনা রোড মোড়ে যাচ্ছিলেন। তিনি চৌরঙ্গী মোড়ে পৌঁছলে পেছন থেকে একটি পিকআপ তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। নাটোর ॥ শনিবার দুপুরে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়ার জোলারবাতা এলাকায় বিআরটিসির একটি বাস একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যান চালক কালাম ও যাত্রী জাহিদা বেগম মারা যান। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠায়। বাস ও বাসের চালককে আটক করা হয়েছে। টাঙ্গাইল ॥ শনিবার সকালে টাঙ্গাইল থেকে একটি পিকআপ উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কালিহাতীর চর ভাবলা এলাকায় পৌঁছলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে পিকআপটিতে আগুন ধরে যায়। আগুনে পুড়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। অন্যদিকে দিনাজপুর থেকে গাজীপুরগামী একটি পিকনিকের গাড়ি ভূঞাপুরের কাগমারিপাড়া এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারালে সেটি খাদে পড়ে যায়। যাত্রীদের উদ্ধার করতে গিয়ে স্থানীয় মৃত ইমান আলীর ছেলে আব্দুল হালিম (৩৫) বিদ্যুতের তারে জড়িয়ে মারা যান। দুর্ঘটনায় আহত ১২ জনকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নীলফামারী ॥ শনিবার সকালে জলঢাকার গোলনা ইউনিয়নের ভাদুরদরগা এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নুর আলম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক কুড়িগ্রামের ফুলবাড়ীর নজিরবাড়ী গ্রামের নজির উদ্দিনের ছেলে। এলাকাবাসী জানান, নূর আলম ব্যাটারিচালিত ইজিবাইকে ছিলেন। ভাদুরদরগা এলাকায় ইজিবাইকটি বাঁক ঘোরার সময় রাস্তায় ছিটকে পড়েন তিনি। এ সময় বিপরীত দিক হতে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। বরিশাল ॥ শুক্রবার দুপুরে বরিশাল থেকে মোটরসাইকেলে দুই যাত্রী বাকেরগঞ্জের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি একটি পিকআপকে ওভারটেক করতে গেলে পেছনে থাকা নারীযাত্রী পড়ে পিকআপের চাকায় পিষ্ট হন। স্থানীয়রা আহত নারীকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঠাকুরগাঁও ॥ শনিবার সকাল ১০টার দিকে খোরশেদ আলী (৬০) শহরের সেনুয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে ঘাস কেটে নিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় একটি ট্রাক্টর তাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খোরশেদ আলী শহরের টিকিয়াপাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি সেনুয়া কবরস্থান জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন।
×