ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দক্ষ ক্লিনিক্যাল প্যাথলজিস্টের সঙ্কট

প্রকাশিত: ০৫:১৪, ১৮ ডিসেম্বর ২০১৬

দক্ষ ক্লিনিক্যাল প্যাথলজিস্টের সঙ্কট

স্টাফ রিপোর্টার ॥ বিশেষজ্ঞ ক্লিনিক্যাল প্যাথলজিস্টের অভাবে অনেক ক্ষেত্রেই রোগ নির্ণয়ের সঠিক রিপোর্ট পাচ্ছে না রোগীরা। এ সেক্টরে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তির সঙ্কট রয়েছে। চিকিৎসা বিজ্ঞানের এ শাখাকে আরো আধুনিকীকরণ ও কার্যকর করে তোলা দরকার। প্রতিটি উপজেলা ও জেলা হাসপাতালগুলোতে দক্ষ ক্লিনিক্যাল প্যাথলজিস্ট প্রেরণের জন্য ২৪টি জেলায় কনসালট্যান্ট পদ সৃষ্টি করা জরুরি হয়ে পড়েছে। বর্তমানে এ সোসাইটির সদস্য সংখ্যা মাত্র ১৮০ জন। সাইনবোর্ডসর্বস্ব অনেক প্রতিষ্ঠানে নিয়মনীতির বালাই নেই, হাতুড়ে টেকনিশিয়ান দ্বারাই চালানো হয় রোগ নির্ণয়ের যাবতীয় পরীক্ষা। তাদের মনগড়া তৈরি রিপোর্ট দ্বারা নিরীহ মানুষদের হয়রানি হওয়ার অভিযোগও পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, একই রোগ পরীক্ষায় একেকটি প্রতিষ্ঠান থেকে একেক রকম রিপোর্ট পাওয়ার অনেক ঘটনা রয়েছে। তাই দক্ষ ও প্রশিক্ষিত ক্লিনিক্যাল প্যাথলজিস্ট সৃষ্টিতে সমন্বিত উদ্যোগ নেয়া দরকার। শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অনুষ্ঠিত সোসাইটি অব ক্লিনিক্যাল প্যাথলজিস্টের তৃতীয় সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। সুপ্রীমকোর্টের অবকাশকালীন ছুটি শুরু আজ স্টাফ রিপোর্টার ॥ আজ রবিবার থেকে সরকার ঘোষিত ছুটি, সাপ্তাহিক ছুটি এবং কোর্টের অবকাশকালীন ছুটি শুরু হচ্ছে। ১ জানুয়ারি পর্যন্ত কোর্টের অবকাশকালীন ছুটি চলবে। অবকাশের ফলে সর্বোচ্চ আদালতে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে জরুরী বিষয় নিষ্পত্তির জন্য সুপ্রীমকোর্টের উভয় বিভাগে অবকাশকালীন বেঞ্চ থাকবে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে অবকাশকালীন ২০টি বেঞ্চ গঠন করে দিয়েছেন। আপীল বিভাগের চেম্বার কোর্টে তারিখ ও সময় ঠিক করে দিয়ে আদালত নির্ধারণ করে দেয়া হয়। অনিশ্চিত ভবিষ্যত... ভাঙ্গাচোরা মাটির ঘর। দরজাটা যেন কোনরকমে হেলে আছে দেয়ালের সঙ্গে। আর তারই মাঝে এক শিশু। কাবুলে শরণার্থী ক্যাম্পে আসবাবশূন্য প্রায় বিধ্বস্ত অস্থায়ী বাড়িতে বাস্তুচ্যুত আফগান শিশুটি খোলা দরজা দিয়ে বাইরে তাকাচ্ছে। কী দেখছে, কী ভাবছে সে? তার জন্য কি রয়েছে কোন উজ্জ্বল ভবিষ্যত? -এএফপি দীর্ঘদিন পর বাড়ি ফিরে মধ্যপ্রাচ্যে নয় মাস কঠিন দায়িত্ব পালন শেষে শুক্রবার বাড়ি ফিরেছেন মার্কিন মেরিন সেনা ব্রাডেন পামার। দীর্ঘদিন পর বাড়ি ফেরা। ছেলেকে কাঁধে চড়িয়ে মেয়েকে বুকে নিয়ে চুমু দিচ্ছেন তার গালে। -এএফপি
×