ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্রিটেন থেকে প্রধান কার্যালয় সরিয়ে নিচ্ছে স্মিফিস

প্রকাশিত: ০৪:৪২, ১৮ ডিসেম্বর ২০১৬

ব্রিটেন থেকে প্রধান কার্যালয় সরিয়ে নিচ্ছে স্মিফিস

ব্রেক্সিটের কারণে ব্যবসায়িক ক্ষতি এড়াতে ব্রিটেন থেকে প্রধান কার্যালয় সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ বিলাসবহুল পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্মিফিস। ব্রিটেনে ১২২ বছর ধরে ব্যবসা পরিচালনাকারী এ প্রতিষ্ঠান সম্প্রতি নেদারল্যান্ডসে প্রধান কার্যালয় সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। চীন থেকে কাঁচামাল আমদানি করার কারণে ব্রেক্সিটের পর পাউন্ডের মান কমায় লোকসান গুনতে হয়েছে লন্ডনে অবস্থিত এ প্রতিষ্ঠানকে। বর্তমানে বিশ্বের ৪২টি দেশে ৭শ’ কোটি ডলারের পণ্য রফতানি করে স্মিফিস। ব্রেক্সিটের পর একই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে স্মিফিসের মতো অনেক ব্যবসা প্রতিষ্ঠান। -অর্থনৈতিক রিপোর্টার ২০১৮ সালে রাশিয়ায় ২ কোটি পর্যটক আসবে ২০১৮ সালে রাশিয়ায় ২ কোটি পর্যটক আসবে বলে জানিয়েছে দেশটির জাতীয় পর্যটন অধিদফতর। মস্কোর ট্রাভেল বিজনেস ফোরামে এক বক্তব্যে পর্যটন অধিদফতর প্রধান জানান, চলতি বছরের শেষ নাগাদই দেশটিতে পর্যটক আসার হার ১ কোটি ৭৫ লাখ ছাড়িয়ে যাবে। এর মধ্যে বিশ্বকাপ দেখতেই পর্যটক আসবে অন্তত ১০ লাখ। রাশিয়ায় মূলত এশিয়া, মধ্যপ্রাচ্য আর ইউরোপের পর্যটকই বেশি আসেন। ২০১৮ সালের বিশ্বকাপকে কেন্দ্র করে রুশ পর্যটন ব্যবস্থা জমজমাট থাকবে এবং পর্যটকদেরও উপচে পড়া ভিড় থাকবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। -অর্থনৈতিক রিপোর্টার
×