ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কনফিডেন্স সিমেন্টের ইপিএস দ্বিগুণ বেড়েছে

প্রকাশিত: ০৪:৩৯, ১৮ ডিসেম্বর ২০১৬

কনফিডেন্স সিমেন্টের ইপিএস দ্বিগুণ বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের শেয়ার প্রতি আয় বেড়েছে দ্বিগুণেরও বেশি। কোম্পানিটি জুলাই ২০১৩ থেকে ডিসেম্বর ২০১৪ সালে শেয়ার প্রতি আয় ছিল ৬ টাকা ৩২ পয়সা। আর জানুয়ারি ২০১৫ থেকে জুন ২০১৬ সালে আয় হয়েছে ১৪ টাকা ৮০ পয়সা। বুধবার চট্টগ্রামের ভাটিয়ারী কনফিডেন্স সিমেন্ট সম্মেলন কক্ষে ২৫তম বার্ষিক সাধারণ সভায় এই তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম। তিনি জানান, ৩০ জুন ২০১৬ তারিখে সমাপ্ত ১৮ মাসের কার্যক্রম ও নিরীক্ষকের প্রতিবেদনে কোম্পানির জিডিপি শতকরা ৬ এর উপরে এবং ২০১৫-২০১৬ সালে দেশে শতকরা ৭ হারে জিডিপি অর্জন করেছে। আগামী বছরগুলোতে সিমেন্ট বিক্রি শতকরা ১০-১৫ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করছেন কোম্পানির কর্মকর্তারা। -অর্থনৈতিক রিপোর্টার কেয়া ও ইবনে সিনার বোনাস শেয়ার বিওতে জমা পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কেয়া কসমেটিকস ও ইবনে সিনার লভ্যাংশের বোনাস শেয়ার বিও হিসাবে জমা হয়েছে। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বুধবার সিডিবিএলের মাধ্যমে কোম্পানি দু’টির বোনাস শেয়ার বিও হিসাবে জমা হয়েছে। উল্লেখ্য, সমাপ্ত হিসাব বছরে কেয়া কসমেটিকস ১৮ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। আর ইবনে সিনা সাড়ে ১৭ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। -অর্থনৈতিক রিপোর্টার
×