ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

পুুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

প্রকাশিত: ০৪:৩৮, ১৮ ডিসেম্বর ২০১৬

পুুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্যসূচক বেড়েছে। এমনকি ডিএসইর প্রধান সূচকটি গত দুই বছরের সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে। আলোচিত সপ্তাহে সব ধরনের সূচক বাড়লেও কমেছে লেনদেন। যদিও দুই শেষ দুই কার্যদিবসে ডিএসইতে লেনদেন হাজারো কোটি টাকা ছাড়িয়েছে। তুবও গত সপ্তাহে ডিএসইতে সার্বিকভাবে গড়ে ১৬.০৫ শতাংশ লেনদেন কমেছে। কারণ ঈদ-ই-মিলাদুন্নবী সরকারী ছুটির কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক কার্যদিবসে কম লেনদেন হয়েছে। তবে গড় লেনদেন আগের তুলনায় বেড়েছে। জানা গেছে, ডিএসইতে মোট ৩ হাজার ৬৫২ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহে ছিল ৪ হাজার ৩৫০ কোটি ৬২ লাখ টাকা। তবে এক কার্যদিবস কম লেনদেন হওয়ার কারণে গড় লেনদেন বেড়েছে ৪.৯৬ শতাংশ। গত সপ্তাহে গড় লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৯১৩ কোটি টাকা, যা আগের সপ্তাহে ছিল ৮৭০ কোটি টাকা। বাজার বিশ্লেষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অর্থনীতির সব সূচক ইতিবাচক থাকার কারণে পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। এছাড়া ব্যাংকে আমানতের সুদের হার কমে যাওয়া এবং সোনার দর কমে যাওয়াও বাজারে লেনদেন বৃদ্ধিতে ইতিবাচক হিসেবে কাজ করছে। এছাড়া বাজার সংশ্লিষ্টদের ইতিবাচক মনোভাবও বাজারে প্রভাব ফেলছে। বিশেষ করে গত বুধবার ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদলের সঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বৈঠকেও বাজার নিয়ে আশার বাণী শোনানো হয়েছে সরকারের পক্ষ থেকে। বাজারের গভীরতা বাড়াতে সরকারী ২৬টি কোম্পানির শেয়ার ছাড়ার ঘোষণাতে বিনিয়োগকারীদের মধ্যে আশা জেগেছে। গত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯২ দশমিক ৮৯ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ১ দশমিক ৫৭ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৩.৮৩ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ১ দশমিক ৭১ শতাংশ। ডিএসইর সার্বিক সূচক বা ডিএসইএক্স সূচক বেড়েছে দশমিক ৬৭ শতাংশ বা ৩২ দশমিক ৯১ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক বেড়েছে দশমিক ৫৮ শতাংশ বা ১০ দশমিক ৩৪ পয়েন্ট। অপরদিকে, শরিয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে দশমিক ৯৩ শতাংশ বা ১০ দশমিক ৮১ পয়েন্টে। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৭টি কোম্পানির আর দর কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। আর লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার। সাপ্তাহিক লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, লাফার্জ সুরমা সিমেন্ট, আরএসআরএম স্টিল, এ্যাপোলো ইস্পাত, মবিল যমুনা বিডি, ইফাদ অটোস, এএফসি এ্যাগ্রো বায়োটেক, সামিট এলায়েন্স পোর্ট, একটিভ ফাইন ও শাশা ডেনিমস। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো- বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, গোল্ডেন হার্ভেস্ট, লাফার্জ সুরমা সিমেন্ট, আরএসআরএম স্টিল, লঙ্কা বাংলা ফাইন্যান্স, ইসলামিক ফাইনান্স, ইউনিয়ন ক্যাপিটাল, জেএমআই সিরিঞ্জ, ইস্টার্ন লুব্রিক্যান্টস ও ন্যাশনাল হাউজিং। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো- মডার্ন ডাইং, বেক্সিমকো সিনথেটিকস, দুলামিয়া কটন, আমরা টেকনোলজিস, ঝিল বাংলা সুগার, আর্গন ডেনিমস, ইভিন্স টেক্সটাইল, প্যারামাউন্ট টেক্সটাইল, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ও তসরিফা ইন্ডাস্ট্রিজ।
×