ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চান বান কি মুন

প্রকাশিত: ০৪:৩৭, ১৮ ডিসেম্বর ২০১৬

প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে চান বান কি মুন

জাতিসংঘের বিদায়ী মহাসচিব বান কি মুন নিজের দেশ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়ার আভাস দিয়েছেন। চলতি ডিসেম্বরে জাতিসংঘের মহাসচিব হিসেবে বানের মেয়াদ শেষ হবে। বিশ্বের সর্বোচ্চ এই সংস্থার প্রধান হিসেবে শেষ সংবাদ সম্মেলনে বান বলেন, কিছু সময় বিশ্রাম নেয়ার পর তিনি দক্ষিণ কোরিয়া ফিরে যাবেন। আর এরপর কী উপায়ে দেশকে সবচেয়ে ভালভাবে সাহায্য করা যায় তা বিবেচনা করবেন। খবর বিবিসির। দক্ষিণ কোরিয়ার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন ২০১৭ সালের ডিসেম্বরে হওয়ার কথা রয়েছে। অবশ্য দেশটির বর্তমান প্রেসিডেন্ট পার্ক জিউন হাইকে অভিশংসনের বিষয়টি পার্লামেন্টে অনুমোদন পেয়েছে। অ ন্য র ক ম মানুষের বিবর্তনে ঘুম! আমাদের বেশি ঘুমের প্রয়োজন। কিন্তু একটি প্রজাতি হিসেবে আমরা আসলে আমাদের প্রাচীন আত্মীয়দের থেকে কম ঘুমিয়েই বিবর্তিত হয়েছি। অত্যধিক ঘুম আমাদের অস্থির করে রাখে এবং কাউকে চিনতে অসুবিধা হয়। সামান্য ঘুমেও মেজাজ খারাপ থাকে ও মনোযোগে ব্যাঘাত ঘটে। আমরা রাতে ছয় থেকে নয় ঘণ্টা ঘুমিয়ে থাকি। এজন্য মনে হতে পারে আমরা আমাদের জীবনের এক-তৃতীয়াংশ সময়ই ঘুমিয়ে কাটাই। আসলে আমরা বানর, উল্লুুকসহ অন্যান্য স্তন্যপায়ীদের চেয়ে কমই ঘুমাই। নতুন এক গবেষণা বলছে, ঘুম আমাদের বিবর্তনের ওপর প্রভাব ফেলেছে। গভীর ঘুমানোতেই আমরা বিবর্তিত হয়েছি। -ওয়েবসাইট কয়েদিদের শাস্তি! ফিলিপিন্সের কিওয়োত কারাগারের ভেতরে হাজার হাজার মানুষ গাদাগাদি করে পড়ে থেকে নিজেদের কৃতকর্মের ফল ভোগ করছেন। কারাগারটিতে আট শ’ কয়েদির স্থান রয়েছে কিন্তু সেখানে রয়েছে ৩ হাজার আট শ’ জন। এখানে কয়েদিদের এমন করে রাখা হয় যেন তারা বেঁচে থাকা অবস্থায় মৃত্যু চায়। কারাগারটি ৬০ বছর আগে নির্মাণ করা হয়েছিল। কয়েদিদের সাজা দেয়ার জন্য প্রবল দুর্গন্ধ ও দমবন্ধকর পরিস্থিতি তৈরি করেছে কর্তৃপক্ষ। ভ্যাপসা গরমের মধ্যে ৩০ জনের থাকা জায়গায় রাখা হয় ১৩০-২০০ জনকে। আলো বাতাসের কোন ব্যবস্থা নেই। -ওয়েবসাইট
×