ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাগদাদিকে ধরিয়ে দিতে আড়াই কোটি ডলার ঘোষণা

প্রকাশিত: ০৪:৩৬, ১৮ ডিসেম্বর ২০১৬

বাগদাদিকে ধরিয়ে দিতে আড়াই কোটি ডলার ঘোষণা

মধ্যপ্রাচ্যের জঙ্গীগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল-বাগদাদিকে ধরিয়ে দিতে আড়াই কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। নতুন করে ঘোষিত এই অর্থের পরিমাণ পূর্বে ঘোষিত অর্থের দ্বিগুণেরও বেশি।জঙ্গীগোষ্ঠীটির শীর্ষ এই নেতার অবস্থান চিহ্নিত করতে, গ্রেফতার করতে কিংবা তাকে অভিযুক্ত করতে সহায়ক তথ্যের জন্য এই অর্থ পুরস্কার ঘোষণা করা হয়েছে। ২০১১ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বাগদাদি সম্পর্কিত তথ্যের জন্য ১ কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল। শুক্রবার এক বিবৃতিতে অর্থের পরিমাণ দ্বিগুণেরও বেশি বাড়িয়ে নয়া পুরস্কার ঘোষণা করা হয়। ইরাকী নাগরিক বাগদাদির প্রকৃত নাম ইব্রাহিম আল-সামারাই। দুই বছর আগে ইরাক ও সিরিয়ার বিশাল অংশ দখল করে খিলাফত বা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে নিজেকে খলিফা ঘোষণা করেন বাগদাদি। -ইয়াহু নিউজ পুরনো বিমানের মহড়া... বিমান চলাচলের প্রথম যুগের একটি রুট অনুসরণ করে ১১ নবেম্বর শুরু হয়েছে ক্রেট-টু-ক্রেপ র‌্যালি। আফ্রিকার ওপর দিয়ে ১৯২০, ১৯৩০ এর দশকে তৈরি পুরনো বিমান নিয়েই এ মহড়া শুরু হয়। আট হাজার মাইল পথ পাড়ি দিতে একদল পাইলট ১১টি পুরনো বিমান নিয়ে মহড়ায় অংশ নেয়। যাত্রাপথে বিমানগুলো মিসরের পিরামিড ও মাউন্ট কিলিমানজারোয় থেমেছে। -বিবিসি স্পর্শেই মোবাইল চার্জ! যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটির গবেষকরা একটি ডিভাইস তৈরি করেছেন। ডিভাইসটিতে মানুষের হাতের স্পর্শ লাগলে বিদ্যুত উৎপাদিত হয়। ন্যানো জেনারেটর ডিভাইসটিতে উৎপন্ন বিদ্যুত দিয়ে এলইডি লাইট, টাচ্স্ক্রিন মোবাইল ও ফ্লেক্সিবল কি-বোর্ড চালানো হয়েছে। গবেষকরা জানান, পরীক্ষাগারে উদ্ভাবিত যন্ত্রে হাতের স্পর্শে উৎপন্ন বিদ্যুত দিয়ে ২০টি এলইডি লাইট জ্বালানো সম্ভব হয়েছে। পাশাপাশি একটি এলসিডি টাচ্স্ক্রিন ও একটি ফ্লেক্সিবল কী-বোর্ড নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। ব্যাটারির সাহায্য ছাড়াই এসব কাজ করা সম্ভব। -ওয়াল স্ট্রিট জার্নাল
×