ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাজীপুরে সেপটিক ট্যাঙ্কে নিখোঁজ স্কুলছাত্রের লাশ

প্রকাশিত: ০৮:২৯, ১৭ ডিসেম্বর ২০১৬

গাজীপুরে সেপটিক  ট্যাঙ্কে নিখোঁজ  স্কুলছাত্রের লাশ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে নিখোঁজের আটদিন পর শুক্রবার সেপটিক ট্যাঙ্ক থেকে স্কুলছাত্র আতিকুর রহমানের (১৪) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। সে গাজীপুর সিটি কর্পোরেশনের বিপ্রবর্থা এলাকার আব্দুল রশীদের ছেলে। জয়দেবপুর থানার এআই মোঃ রাজিব শেখ জানান, কাউলতিয়ার কারখানা বাজারের দক্ষিণ পাশে সিরাজুল ইসলামের বাড়ির গৃহকর্মী শুক্রবার সকালে বাড়িতে পরিচ্ছন্নতার কাজ করার সময় তীব্র দুর্গন্ধ পান। পরে বিষয়টি স্থানীয়দের জানালে তারা দুর্গন্ধস্থল সেপটিক ট্যাঙ্কের ঢাকনা খুলে একটি লাশ ভেসে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। স্থানীয়রা লাশটি নিখোঁজ স্কুলছাত্র আতিকুরের বলে শনাক্ত করে। তিনি আরও জানান, স্থানীয় বিপ্রবর্থা এলাকার আব্দুর রশিদের ছেলে আতিকুর রহমান (১৫) এবার কাউলতিয়া জহির উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে দরিদ্র পরিবারের সন্তান কারখানা বাজার এলাকার ‘দেওয়ান ব্রিকস’ ইটভাটায় শ্রমিকের কাজ নেয়। ৯ ডিসেম্বর রাতে আতিক ওই ইটভাটায় কাজে গিয়ে আর ফেরেনি। এ ঘটনায় পুলিশ সোমবার ইট পরিবহনে ব্যবহৃত ট্রাকের চালক আব্দুল আলিম, শ্রমিক মোঃ শফিকুল ইসলাম ও খোরশেদ আলমকে গ্রেফতার করে। আতিকের বাবা গত বুধবার রাতে জয়দেবপুর থানায় একটি মামলা করেন। মামলায় দেওয়ান ব্রিকসের মালিক বিপ্রবর্থা গ্রামের মোঃ হেলাল দেওয়ানের ছেলে মোঃ ইমরান দেওয়ান (৩৫), আব্দুর বারেকের ছেলে ট্রাক চালক আব্দুল আলিম (২৮), শাহজাহানের ছেলে মোঃ শফিকুল ইসলাম (২২), মারফত আলীর ছেলে মোঃ শাহিন (২৫) ও মীরেরগাঁও এলাকার আবুল হোসেনের ছেলে খোরশেদ আলমকে (২২) আসামি করা হয়েছে।
×