ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যশোরে চীনা ব্যবসায়ী হত্যা

ময়নাতদন্ত রিপোর্ট দাখিল, স্বজনদের কাছে লাশ হস্তান্তর

প্রকাশিত: ০৮:০৫, ১৭ ডিসেম্বর ২০১৬

 ময়নাতদন্ত রিপোর্ট  দাখিল, স্বজনদের কাছে লাশ হস্তান্তর

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে নিহত চীনা ব্যবসায়ী চ্যাং হি চংয়ের (৪৬) লাশের ময়নাতদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। ময়নাতদন্ত টিমের প্রধান যশোর মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ হুসাইন সাফায়েত শুক্রবার বিকেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ প্রতিবেদন হস্তান্তর করেন। এ সময় নিহতের স্বজন চ্যান মওলান ওই প্রতিবেদনের কপি সংগ্রহ করেন। ময়নাতদন্ত প্রতিবেদন দাখিলের পর রাতে চংয়ের লাশ ঢাকার চীনা দূতাবাসের ডেপুটি সেক্রেটারি জেনারেল ডেভিড টিংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করা হয়। যশোর কোতোয়ালি থানার ওসি মোঃ ইলিয়াস হোসেন জানান, চংয়ের মালিকানাধীন উপশহরের অফিস ও গুদামে শুক্রবার তারা ফের তল্লাশি চালান। এ সময় সেখান থেকে নগদ ২৬ হাজার ৩শ’ টাকা ও বাংলাদেশ কমার্স ব্যাংকের দু’লাখ টাকার একটি চেক উদ্ধার হয়। ডাঃ হুসাইন সাফায়েত জানান, চংকে মাথায় আঘাত ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে তারা ময়নাতদন্তে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন। যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানান, অর্থ আত্মসাতের বিরোধের জের ধরে চীনা নাগরিক হত্যাকা-ের শিকার হয়েছে। ওই নাগরিকের সঙ্গে থাকা দোভাষী দু’জন হত্যাকা-ে জড়িত। বৃহস্পতিবার আটক দু’জন হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছে।
×