ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

না’গঞ্জে ৭ খুন

বাদী কাউন্সিলর প্রার্থী বিউটিকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হত্যার হুমকি

প্রকাশিত: ০৭:৫৭, ১৭ ডিসেম্বর ২০১৬

 বাদী কাউন্সিলর প্রার্থী বিউটিকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হত্যার হুমকি

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৬ ডিসেম্বর ॥ নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী ও ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সেলিনা ইসলাম বিউটিকে (বর্তমান কাউন্সিলর) নির্বাচন থেকে সরে দাঁড়াতে পত্র মারফত প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার রাতে সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি জিডি (নং ৬৫৯) করেন। বিউটি শুক্রবার রাতে সাংবাদিকদের কাছে জিডির বিষয়টি অবহিত করেন। জিডিতে বাদী উল্লেখ করেন, গত ১৪ ডিসেম্বর বেলা ১১টায় তার ওয়ার্ড কাউন্সিলর অফিসে পোস্ট অফিসের পিয়ন রেজিস্ট্রি (নং আর ১৭৭/১১/১২/২০১৬, মোহাম্মদপুর পোস্ট অফিস) ডাকযোগে আসা একটি চিঠি দিয়ে যান। চিঠিতে উল্লেখ রয়েছে নির্বাচন থেকে সরে না দাঁড়ালে স্বামীর মতো একই পরিণতি হবে তার। তাকেও খুন করে গুম করে ফেলা হবে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মুঃ সরাফত উল্ল্যাহ জিটির বিষয়টি স্বীকার করে জানান, নির্বাচন থেকে সরে দাঁড়াতে তাকে হুমকি দেয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। উল্লেখ্য, আলোচিত সাত খুন মামলার রায় আগামী ১৬ জানুয়ারি। ২২ ডিসেম্বর সিটি কর্পোরেশন নির্বাচন। প্যানেল মেয়র নজরুল হত্যাকা-ের পর উপ-নির্বাচনে তার স্ত্রী সেলিনা ইসলাম বিউটি কাউন্সিলর পদে নির্বাচিত হন।
×