ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আরও ৬শ’ সিসি ক্যামেরা বসছে গুলশানে

প্রকাশিত: ০৫:৫৬, ১৭ ডিসেম্বর ২০১৬

আরও ৬শ’ সিসি ক্যামেরা বসছে গুলশানে

রাজধানীর কূটনীতিকপাড়া নামে পরিচিত গুলশানের নিরাপত্তা জোরদারে নতুন করে ৬শ’ সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি। উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে অপরাধী শনাক্ত করতে আরও বেশি সহজ হবে বলে জানান তারা। গুলশান এলাকার বাসিন্দারা বলছেন, ক্যামেরাগুলো বসানোর পাশাপাশি এর সুষ্ঠু পরিচালনা করা হলে অপরাধ দমনে আরও কার্যকরী হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, অপরাধ দমনে সবার আগে আইনশৃঙ্খলা বাহিনীর পেশাদারিত্ব দরকার। গুলাশানের শাহাজাদপুর এলাকার বাসিন্দা দ্বীন ইসলাম। গত মাসের ১০ তারিখ আশি হাজার টাকা নিয়ে গুলশান আজাদ মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। দুটি সিএনজিতে ৫ জন এসে সুকৌশলে দ্বীন ইসলামের টাকা ছিনতাই করে নিয়ে যায় তারা। এ ব্যাপারে সেদিনই সংশ্লিষ্ট থানায় একটি মামলা করা হলে সিসি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করেন গুলাশান থানা পুলিশ। গুলশান থানা পুলিশ জানায়, ইতোমধ্যে একজন আসামিকে ধরা হয়েছে। বাকিদের ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। এভাবেই গুলশান এলাকায় অপরাধীদের শনাক্ত করতে দিনরাত সজাগ দৃষ্টিতে তাকিয়ে আছে অসংখ্য সিসি ক্যামেরা। এর ফলে নির্বিঘেœ চলাচল করা সম্ভব হচ্ছে বলে জানান এলাকাবাসী। গুলশান জোন পুলিশ বলছে, শুধু অপরাধ নিয়ন্ত্রণ নয় অপরাধ প্রতিরোধের কাজেও সমানভাবে কাজ করছে এটি। Ñস্টাফ রিপোর্টার
×