ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাঙ্গুনিয়ায় গোচারণ ভূমি

প্রকাশিত: ০৫:৫৪, ১৭ ডিসেম্বর ২০১৬

রাঙ্গুনিয়ায় গোচারণ ভূমি

দিনটি ছিল ১৯৭১ সালের ১৪ সেপ্টেম্বর। পাকবাহিনীর ৫০/৬০ জনের দলটি পোমরা শান্তিহাটের উত্তর দিকে মধুরাম তালুকদার পাড়ায় ঝাঁপিয়ে পড়ে হিন্দু পল্লীটির ওপর বর্বর হামলা চালায়। নারী-পুরুষ, শিশু-কিশোর, বৃদ্ধ-বৃদ্ধা কেউ হানাদার বাহিনীর নির্মম অত্যাচার থেকে রেহাই পায়নি। এক পর্যায়ে হানাদাররা সাত দিন বয়সী এক মেয়ে শিশু, যার নাম রাখা হয়েছিল ‘যুদ্ধবতী’ তাকে মাটিতে ফেলে দোলনার রশি খুলে তা দিয়ে একে একে ১৮ পুরুষকে বেঁধে ফেলে। এরপর গরু পেটা করে টেনে হিঁচড়ে পোমরা বন বিটের সামনে হানাদাররা তাদের আস্তানায় নিয়ে যায়। তবে ১৮ জনের মধ্যে বয়োবৃদ্ধ হওয়ার কারণে পাঁচজনকে আধমারা করে ছেড়ে দেয়। বাকি ১৩ জনকে দিয়ে নিজেদের কবর খুঁড়তে বাধ্য করে হানাদার বাহিনী। যাদের জীবন্ত কবর দেয়া হয় তারা হলেন মন্টু আইচ, গান্ধী দাশ, রমনী দাশ, হরিপদ দাশ, জগৎ চন্দ্র দাশ, বাবুল দাশ, বাবুল দাশ (২), বীরাজ দে, বোচা দে, ফকির চাঁদ দাশ, খোকা দাশ, দুলাল দাশ ও শচীন দাশ। শহীদ মন্টু আইচের ছেলে খোকন আইচ ও বিধবা স্ত্রী অনিমা আইচ বললেন, আমরা করুণা বা সাহায্য চাই না। ১৩ শহীদের আত্মত্যাগের মূল্যায়ন যেদিন হবে, অন্তত গণকবরটি সংরক্ষণ করে শহীদের যথাযথ মর্যাদা দেয়া হলে সেটি হবে আমাদের পরম পাওয়া। -পান্থ নিবাস বড়ুয়া, রাঙ্গুনিয়া থেকে
×