ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মাগুরায় কেউ খবর রাখে না

প্রকাশিত: ০৫:৫২, ১৭ ডিসেম্বর ২০১৬

মাগুরায় কেউ খবর রাখে না

সংরক্ষণের অভাবে মাগুরার পাঁচটি বধ্যভূমি নিশ্চিহ্ন হতে চলেছে। অথচ এগুলো রক্ষায় নেই কোন উদ্যোগ। প্রতি বছর আড়ম্বরে মুক্ত দিবস, মহান বিজয় ও স্বাধীনতা দিবস পালন করা হলেও বধ্যভূমি রক্ষায় কেউ এগিয়ে আসে না। ১৯৭১ সালে পাকবাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদর, আলশামস মাগুরা শহরের পিটিআই, নবগঙ্গা নদীর ঢাকা রোড ব্যারেজ ও পারনান্দুয়ালী ক্যানেলে হাজার হাজার মানুষকে হত্যা করে মাটিতে পুঁতে রাখে। নদীতে ভাসিয়ে দেয়। মাগুরা-ঝিনাইদহ সড়কের পাশে অবস্থিত পিটিআইতে ছিল পাকবাহিনীর ক্যাম্প। এখানে বিভিন্ন স্থান থেকে নিরীহ মানুষ ও মুক্তিযোদ্ধাদের ধরে এনে নির্মম নির্যাতনের পর হত্যা করে গণকবরে মাটিচাপা দেয়া হয়। এখানে নতুন নতুন ভবন নির্মাণ হওয়ায় গণকবরগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে। পিটিআইয়ের প্রবেশ পথে শুধুমাত্র ফলক রয়েছে। শালিখার ছয়ঘরিয়ায় মাগুরা-যশোর সড়কের দু’পাশে ১৩ শহীদ মুক্তিযোদ্ধার গণকবর রয়েছে। রাজাকাররা ফরিদপুরে যাওয়ার পথে ১৩ মুক্তিযোদ্ধাকে হত্যা করে। পরে দুটি কবরে এদের মাটিচাপা দেয়। নতুন সড়ক নির্মিত হওয়ার পর বোঝার উপায় নেই এখানে গণকবর ছিল। জঙ্গলে ভরে গেছে। আড়পাড়ার ডাক বাংলোটিতে পাক বাহিনীর ক্যাম্প ছিল। নদীপথে যাতায়াতের সময় মুক্তিযোদ্ধা ও নিরীহ মানুষ ধরে এনে নির্মম অত্যাচারের পর হত্যা করে নদীতে ভাসিয়ে দিত। বহু মানুষকে হত্যা করে বাংলোর সামনের ইঁদারায় ফেলেছে। ইঁদারাটি বর্তমানে ভরাট হয়ে গেছে। Ñসঞ্জয় রায় চৌধুরী, মাগুরা থেকে
×