ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে বিজয় উৎসব

প্রকাশিত: ০৫:৫০, ১৭ ডিসেম্বর ২০১৬

কিশোরগঞ্জে বিজয় উৎসব

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ কিশোরগঞ্জে সম্মিলিত নাগরিক ফোরামের উদ্যোগে বিজয়ের ৪৫ বছরপূর্তিতে পাঁচ দিনব্যাপী বিজয় উৎসবের উদ্বোধন হয়েছে। বুধবার সন্ধ্যায় গুরুদয়াল সরকারী কলেজসংলগ্ন নরসুন্দা মুক্তমঞ্চে জেলার বিপুলসংখ্যক সংস্কৃতিকর্মী ছাড়াও সরকারী-বেসরকারী কর্মকর্তারা মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদ বীরদের স্মরণ করেন। এর আগে বিকেলে একই স্থানে ৪৫টি বেলুন উড়িয়ে উৎসবের সূচনা করেন অতিথিরা। এ সময় মুক্ত আলোচনায় অংশ নেনÑ দিলারা বেগম আসমা এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, চিকিৎসক দীন মোহাম্মদ, পৌর মেয়র মাহমুদ পারভেজ, সদর ইউএনও আব্দুল্লাহ আল মাসউদ, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি এ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহ্বায়ক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, প্রজন্ম ’৭১-এর সভাপতি সাকাউদ্দিন আহাম্মদ রাজন, উৎসবের আহ্বায়ক শেখ ফরিদ আহম্মদ, সম্মিলিত নাগরিক ফোরামের প্রধান সমন্বয়কারী এনায়েত করিম অমি, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন মঞ্চের আহ্বায়ক হাবিবুর রহমান মুক্ত, নারী নেত্রী সুলতানা রাজিয়া, এ্যাডভোকেট মায়া ভৌমিক, ফাতেমা জোহরা আক্তার, বিলকিস বেগম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রিপন রায় লিপু, সাংবাদিক সাইফুল মালেক চৌধুরী, আবৃত্তিকার ম ম জুয়েল প্রমুখ। সম্মিলিত নাগরিক ফোরামের প্রধান সমন্বয়কারী এনায়েত করিম অমি জানান, আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত উৎসবে প্রতিদিন বিকেলে মুক্তযুদ্ধভিত্তিক আলোচনা সভা, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রামাণ্যচিত্র পরিবেশিত হচ্ছে। জেলা শহর ও আশপাশের এলাকার সংস্কৃতিকর্মী ও নানা শ্রেণী-পেশার মানুষ সন্ধ্যা থেকে গভীর রাত অবধি উৎসবের অনুষ্ঠান উপভোগ করছেন।
×