ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উত্তরায় গীতাঞ্জলির আয়োজন

প্রকাশিত: ০৫:৫০, ১৭ ডিসেম্বর ২০১৬

উত্তরায় গীতাঞ্জলির আয়োজন

সংস্কৃতি ডেস্ক ॥ রাজধানীর উত্তরায় স্কিটি অডিটরিয়ামে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক চর্চা কেন্দ্র গীতাঞ্জলি ললিতকলা একাডেমির উদ্যোগে গত ১৪ ডিসেম্বর বুধবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রথমবারের মতো বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা সভা, সঙ্গীত ও নৃত্য পরিবেশনা এবং সবশেষে ছিল নাটক মঞ্চায়ন। গীতাঞ্জলি শিল্পীদের জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক ড. রফিকুল ইসলাম, ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন ও নাট্যজন রামেন্দু মজুমদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন গীতাঞ্জলির পরিচালক ও থিয়েটার অঙ্গনের সভাপতি মাহবুব আমিন মিঠু। আলোচনা অনুষ্ঠানের পরপরই শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর জীবন ও কর্ম নিয়ে থিয়েটার অঙ্গনের ‘মুনীর চৌধুরী’ নাটক মঞ্চস্থ হয়। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন প্রবীর দত্ত। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেনÑ মাহবুব আমিন মিঠু, সাবিনা আক্তার, মোঃ রাজীব আহমেদ, মোঃ জয় আক্তার সজিব, সম্বিতা রায়, জান্নাতুল ফেরদৌস রশনি, মির্জা সাইফুল ইসলাম সুমন, অক্ষয় কুমার সরকার, মোঃ আলম, সিরাজুল ইসলাম, আজিম আহমেদ সালমান ও মোঃ আবু উবায়দা। ‘মুনীর চৌধুরী’ নাটকের মঞ্চ পরিকল্পনায় আলি আহমেদ মুকুল, পোশাক পরিকল্পনায় ড. আইরিন পারভীন লোপা, আবহ সঙ্গীত শিশির রহমান, আলো শামীমুর রহমান, ভিডিও অরণ্য আলমগীর, কোরিওগ্রাফি সম্বিতা রায়, রূপসজ্জা তন্ময় এবং সেট নির্মাণে মনির।
×