ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিরিয়ায় পূর্ণাঙ্গ অস্ত্রবিরতির পদক্ষেপ নেয়া হবে ॥ পুতিন

প্রকাশিত: ০৫:৪৭, ১৭ ডিসেম্বর ২০১৬

সিরিয়ায় পূর্ণাঙ্গ অস্ত্রবিরতির পদক্ষেপ নেয়া  হবে ॥ পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, সিরিয়ায় রক্তক্ষয়ী গৃহযুদ্ধ বন্ধে পরবর্তী পদক্ষেপ হিসেবে সকল পক্ষকে সর্বাত্মক অস্ত্রবিরতির বিষয়ে রাজি করানোর চেষ্টা করা হবে। খবর এএফপির। পুতিন বর্তমানে এক সরকারী সফরে জাপানে রয়েছেন। তিনি শুক্রবার সফরের এক ফাঁকে বলেন, সিরিয়ার সর্বত্র একটি পূর্ণাঙ্গ অস্ত্রবিরতির বিষয়ে ঐকমত্যের জন্য পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি বলেন, আমরা তুরস্কের মধ্যস্থতায় সশস্ত্র বিরোধী সদস্যদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।
×