ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেজিংয়ের বিরুদ্ধে ডব্লিউটিও চুক্তি ভঙ্গের অভিযোগ ওয়াশিংটনের

মার্কিন খাদ্যশস্য আমদানির ওপর চীনের বিধিনিষেধ

প্রকাশিত: ০৫:৪৬, ১৭ ডিসেম্বর ২০১৬

মার্কিন খাদ্যশস্য আমদানির ওপর চীনের বিধিনিষেধ

যুক্তরাষ্ট্র থেকে খাদ্যশস্য আমদানির পরিমাণ নির্দিষ্ট করে দিয়েছে চীন। এর মধ্য দিয়ে চীন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাণিজ্য আইনজীবী বৃহস্পতিবার বলেছেন, চীন নিজস্ব ট্যারিফ রেট কোটা (টিআরকিউ) অনুসরণ করতে গিয়ে বিশ্ব বাণিজ্য চুক্তি ভঙ্গ করেছে। খবর ওয়ালস্ট্রিট জার্নালের। যুক্তরাষ্ট্র থেকে ধান, গম ও ভুট্টা আমদানির পরিমাণ সীমিত করেছে চীন। যুক্তরাষ্ট্র থেকে চীনে এখন কৃষিপণ্য রফতানি সাড়ে তিন শ’ কোটি ডলার কমে যাবে। মার্কিন আইনজীবীরা বলছেন, এটি করার মধ্য দিয়ে চীন বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) চুক্তি লঙ্ঘন করেছে। চীন ১৫ বছর আগে ডব্লিউটিও’তে যোগ দিয়েছে। ওয়াশিংটনের ধারণা বেজিং নিজের সুবিধার্থে জটিল টিআরকিউ পদ্ধতি নিয়ে অগ্রসর হচ্ছে। পদ্ধতিটি জটিল এবং যুক্তরাষ্ট্রের স্বার্থের প্রতিকূলে। অভ্যন্তরীণ কৃষিবাজার চাঙ্গা রাখতে চীন খাদ্যশস্য উৎপাদনের ওপর ভর্তুকি দিচ্ছে বলে চলতি বছর আরও আগে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছিল। মার্কিন বাণিজ্য প্রতিনিধি মাইকেল ফোরম্যান এক বিবৃতিতে বলেছেন, ‘চীনের টিআরকিউ পদ্ধতি অনুসরণ করে তারা ডব্লিউটিও’র প্রতি তাদের অঙ্গীকার লঙ্ঘন করেছে। এতে করে চীনের ক্রেতাদের কাছে মার্কিন খামারীদের প্রতিযোগিতামূলক দরে পণ্য রফতানি করা কঠিন হয়ে পড়েছে।’ মার্কিন সেনসাস বুরে‌্যার দেয়া পরিসংখ্যান অনুযায়ী ২০১৩ সালে যেখানে যুক্তরাষ্ট্র চীনে ২৩০ কোটি ডলারের চাল ও ভুট্টা রফতানি করে সেটি গত বছর ৩৮ কোটি ১০ লাখে নেমে আসে। তবে একই সময় চীনে সয়াবিন রফতানির পরিমাণ অবশ্য বেড়েছে। গৃহপালিত শুয়োর মোটাতাজা করার কাজে ব্যবহৃত হওয়ায় চীনে সয়াবিনের যথেষ্ট চাহিদা রয়েছে।
×