ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তিন চাকার বৈদ্যুতিক গাড়ি

প্রকাশিত: ০৫:৪৪, ১৭ ডিসেম্বর ২০১৬

তিন চাকার বৈদ্যুতিক গাড়ি

তিন চাকা ও খোলা ছাদবিশিষ্ট একটি বৈদ্যুতিক গাড়ি প্রস্তুত করেছে ব্রিটিশ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মরগান মোটর। সিএনএন জানিয়েছে, দীর্ঘ ১০৭ বছর ধরে ‘সুনামের সঙ্গে’ ব্যবসা করা মরগান মোটর এই গাড়ি তৈরির মাধ্যমেই প্রথমবারের মতো বৈদ্যুতিক গাড়ির জগতে প্রবেশ করল। এটি ১৯০৯ সালে প্রতিষ্ঠানের প্রথম প্রস্তুতকৃত তিন চাকার গাড়ির কথা স্মরণ করিয়ে দেয়। ইউকে-১৯০৯ নামের মডেলটি বাজারে প্রচলিত টেসলা মডেল থেকে সম্পূর্ণ ভিন্ন এবং এর ব্যবহার অনেক ‘আনন্দদায়ক’ হবে বলে ধারণা করা হচ্ছে। যদিও একে খুব বেশি শক্তিশালী করে বানানো হয়নি বলেই জানিয়েছে সংবাদমাধ্যমটি। ছোট আকারের জন্য এতে ৭০ হর্সপাওয়ার ব্যবহার করা হয়েছে আর একবার পূর্ণ চার্জে এটি সর্বোচ্চ ১৫০ মাইল পর্যন্ত যেতে পারবে। -ওয়েবসাইট অবলম্বনে
×