ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জেলা পরিষদ নির্বাচনে ইসির ব্যয় সোয়া পাঁচ কোটি টাকা

পুরো জাতিকে আজ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলতে হবে।

প্রকাশিত: ০৫:৪৩, ১৭ ডিসেম্বর ২০১৬

পুরো জাতিকে আজ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলতে হবে।

স্টাফ রিপোর্টার ॥ জেলা পরিষদ নির্বাচনেই ইসির ব্যয় হচ্ছে ৫ কোটি টাকার বেশি। ইসি সূত্রে জানা গেছে, সারাদেশের ৬১ জেলায় নির্বাচন পরিচালনায় ব্যয়ের জন্য বাজেট ধরা হয়েছে সোয়া পাঁচ কোটি টাকা। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট বাহিনীর পেছনেও বাড়তি ব্যয় ধরা হয়েছে। এ ব্যয় যোগ হলে জেলা পরিষদে নির্বাচন ব্যয় আরও বাড়বে। অথচ জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা রয়েছে ৬৩ হাজার ১৪৩ জন। পুরুষ ভোটার ৪৮ হাজার ৩৪৩ এবং নারী ভোটার রয়েছেন ১৪ হাজার ৮০০। স্থানীয় সরকার পরিষদের নির্বাচিত প্রতিনিধিরাই এ নির্বাচনে ভোটার। এ নির্বাচনে আইন অনুযায়ী সাধারণ ভোটারের ভোট প্রয়োগের ক্ষমতা নেই। সারাদেশে প্রথমবারের মতো ৬১ জেলা পরিষদে নির্বাচন হবে আগামী ২৮ ডিসেম্বর। ইসির বাজেট শাখার উপসচিব শাহেদুন্নবী চৌধুরী বলেন, জেলা পরিষদ নির্বাচনের জন্য বাজেট প্রস্তুত করা হয়েছে। ইসি কর্মকর্তা জানিয়েছেন, এ নির্বাচনে পরিচালনা খাতেই সোয়া ৫ কোটি টাকার বেশি বাজেট ধরা হয়েছে। পরে আইনশৃঙ্খলা খাতের ব্যয় যুক্ত হবে। নির্বাচনী সামগ্রী, ভোটগ্রহণ কর্মকর্তাদের পারিশ্রমিকসহ বিভিন্ন খাত মিলিয়ে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৩২ হাজার টাকা। আর নির্বাহী হাকিম ও বিচারিক হাকিমদের দায়িত্ব পালনের জন্য এক কোটি টাকার বেশি বাজেট রাখা হয়েছে।
×