ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কাল আন্তর্জাতিক অভিবাসন দিবস

প্রকাশিত: ০৫:৪১, ১৭ ডিসেম্বর ২০১৬

কাল আন্তর্জাতিক অভিবাসন দিবস

ফিরোজ মান্না ॥ আগামীকাল আন্তর্জাতিক অভিবাসন দিবস। অভিবাসী কর্মীদের মর্যাদা ও অধিকার সমুন্নত রাখার জন্য প্রতিবছর ১৮ ডিসেম্বর বিশ্ব ব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশেও দিবসটিকে কেন্দ্র করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নানা কর্মসূচী হাতে নিয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি দিবসটি উদযাপন উপলক্ষে আজ শনিবার প্রেসব্রিফিং করবেন। এবারের অভিবাসন দিবসে ‘নিরাপদ অভিবাসন ও প্রত্যাবর্তন’ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয়া হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অভিবাসনের গুরুত্ব আগের তুলনায় এখন অনেক বেশি। আর্থ-সামাজিক উন্নয়নে অভিবাসী কর্মীদের অবদান অপরিসীম। বর্তমানে প্রায় ৯৬ লাখ বাংলাদেশী নাগরিক অভিবাসী হিসেবে ১৬০টি দেশে সুনামের সঙ্গে কাজ করছেন। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স জাতীয় উন্নয়নের অগ্রগতিকে আরও ত্বরান্বিত করছে। জানা গেছে, এবার নিরাপদ অভিবাসনের ওপর জোর দেয়া হয়েছে। সচেতনতা সৃষ্টির মাধ্যমে অবৈধ অভিবাসন প্রক্রিয়া বন্ধ করতে নিরাপদ অভিবাসন নিশ্চিত করার উদ্যোগ নেয়া হয়েছে। অভিবাসন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্তদের নৈতিকতা ও মূল্যবোধে আবদ্ধ হয়ে বিদেশে কর্মী পাঠানোর জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নানা কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে। অধিক মুনাফা লাভের আশায় অনৈতিকভাবে কোন কর্মীকে বিদেশে পাঠিয়ে বিপদে ফেলা যাবে না। বৈদেশিক আয়ের বড় একটি অংশের যোগানদাতা প্রবাসী কর্মীরা। তাদের মর্যাদা ও সম্মান কোনভাবেই ক্ষুণœœ হতে দেয়া যাবে না। কর্মসংস্থান বৃদ্ধির জন্য সরকারী ও বেসরকারীভাবে কাজ করতে হবে। এখানে সকলের সমন্বিত চেষ্টার প্রয়োজন রয়েছে। উল্লেখ্য, ২০০০ সালে দিনটি বিশ্বব্যাপী উদযাপনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘের সাধারণ পরিষদ। এরপর ২০০০ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘের সদস্যভুক্ত দেশ দিবসটি পালন করে আসছে।
×