ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬

প্রকাশিত: ০৮:২৯, ১৬ ডিসেম্বর ২০১৬

রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৬

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কাকরাইল গাড়ির গ্যারেজে ও মোহাম্মদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছে। বৃহস্পতিবার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত দগ্ধরা হলেন রতন (৪২). স্বপন (৩০), রুবেল (১৮), মোদাচ্ছের মোল্লা (৮০), দুলাল মিয়া (২৮) ও মাহফুজা সুলতানা (৪০)। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে কাকরাইল গ্যারেজ পট্টি এলাকার রূপালী মটরস লিমিটেড গ্যারেজে হঠাৎ বিকট আওয়াজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। আগুনে গ্যারেজের কর্মচারী রতন, স্বপন, রুবেল, মোছাদ্দের আলী ও পাশে ঝালমুড়ি বিক্রেতা দুলাল দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে কাকরাইলের গ্যারেজ পট্টি এলাকায় রূপালি মটরস নামে একটি গ্যারেজে গ্যাস সিলিন্ডার নিয়ে ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। বিকট শব্দে সিলিন্ডারটি বিস্ফোরিত হলে ৫ জন দগ্ধ হয়। এদিকে একইদিন ভোরে মোহাম্মদপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূ মাহফুজা সুলতানা (৪০) দগ্ধ হয়েছেন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
×