ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধের চেতনায় ঘাটতি রয়েছে ॥ ফখরুল

প্রকাশিত: ০৮:২৮, ১৬ ডিসেম্বর ২০১৬

মুক্তিযুদ্ধের চেতনায় ঘাটতি রয়েছে ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনতার ৪৫ বছর পার হয়ে গেলেও এখনও মুক্তিযুদ্ধের চেতনায় ঘাটতি রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, হতাশার সঙ্গে বলতে হয়, নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানে না। ক্ষমতাসীনরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে গোটা জাতিকে বিকৃত ইতিহাস দিচ্ছেন। বৃহস্পতিবার বিকেলে মহানগর নাট্যমঞ্চে বিজয় দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, গণতন্ত্র ফেরাতে সব দলমতকে এক কাতারে আনতে তারা সর্বশক্তি নিয়োগ করবেন। এজন্য অপশক্তিকে পরাজিত করতে নেতাকর্মীদের দৃঢ়সংকল্পচিত্তে শপথ নিতে হবে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনার দাবি করে অথচ মুক্তিযুদ্ধের চেতনা ছিল গণতন্ত্র, কথা বলার স্বাধীনতা। এখন স্বাধীনতা ও গণতন্ত্র আওয়ামী লীগের বাক্সের মধ্যে বন্দী। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে বিএনপিকেই দায়িত্ব নিতে হবে।
×