ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভিকারুননিসায় প্রথম শ্রেণীতে ভর্তির লটারির ড্র ১৯ থেকে ২২ ডিসেম্বর

প্রকাশিত: ০৮:২৭, ১৬ ডিসেম্বর ২০১৬

ভিকারুননিসায় প্রথম শ্রেণীতে ভর্তির লটারির ড্র ১৯ থেকে ২২ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ভিকারুন নিসা নূন স্কুল এ্যান্ড কলেজে প্রথম শ্রেণীর ভর্তিতে লটারির ড্র অনুষ্ঠিত হবে আগামী ১৯ থেকে ২২ ডিসেম্বর। আরেক নামী প্রতিষ্ঠান মতিঝিল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজে প্রথম শ্রেণীতে ইংরেজী ভার্সনের লটারি ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। অন্যান্য শ্রেণীর ভর্তির পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল ও ১৯ ডিসেম্বর। এদিকে রাজধানীর ৩৫টি সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য তিন গ্রুপে পর্যাক্রমে ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শ্রেণীতে ভর্তির লটারি ড্র অনুষ্ঠিত হবে ২৪ ডিসেম্বর। নতুন শিক্ষা বর্ষের ভর্তি কার্যক্রমের বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরসহ বিভিন্ন প্রতিষ্ঠান সময়সূচী ঘোষণা করেছে। মতিঝিল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজে দুদিন আগে লটারি ড্র শুরু হলেও বৃহস্পতিবার পূর্ণাঙ্গ সময়সূচী প্রকাশ করেছে ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। এখানে কেবল প্রথম শ্রেণীতেই শিক্ষার্থী ভর্তি করা হবে। মতিঝিল আইডিয়ালে বুধ ও বৃহস্পতিবার প্রথম শ্রেণীর ভর্তির জন্য বাংলা মাধ্যমের লটারির ড্র শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানালেন অধ্যক্ষ ড. শাহান আরা বেগম। একই সঙ্গে তিনি জানান, শনিবার (আগামীকাল) অনুষ্ঠিত হবে ইংরেজী ভার্সনের লটারির ড্র। এছাড়া শনিবার দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর এবং ১৯ তারিখ অনুষ্ঠিত হবে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা। আগামী ৩ জানুয়ারি নবম শ্রেণীর ভর্তি পরীক্ষার জন্য ফরম বিক্রি শুরু হবে। নবম শ্রেণীতে ভর্তি করা হবে জেএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে। বিভিন্ন শাখায় প্রথম শ্রেণীর ভর্তিতে লটারির জন্য সময়সূচী প্রকাশ করেছে ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। অধ্যক্ষ সুফিয়া খাতুন বলেছে, ১৯, ২০, ২১ ও ২২ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বেইলি রোডের মূল ক্যাম্পাস লটারি ড্র অনুষ্ঠিত হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, লটারির সময় সন্তানের প্রবেশপত্রসহ একজন করে অভিভাবক ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন। প্রার্থীকে সঙ্গে আনা যাবে না। ১৯ তারিখ অনুষ্ঠিত হবে ধানম-ি প্রভাতী, ধানম-ি দিবা, আজিমপুর দিবা। ২০ তারিখে বসুন্ধরা প্রভাতী, বসুন্ধরা দিবা, আজিমপুর প্রভাতী। ২১ তারিখ ইংরেজী ভার্সন প্রভাতী, মূল দিবা, ২২ তারিখে মূল প্রভাতী ও ইংরেজী মাধ্যম দিবার লটারির ড্র অনুষ্ঠিত হবে। রাজধানীতে প্রথম শ্রেণী থাকা ১৪ সরকারী মাধ্যমিক স্কুল ॥ ঢাকা মহানগরীর ১৪টি সরকারী মাধ্যমিক স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তির লটারি হবে আগামী ২৪ ডিসেম্বর। প্রথম শ্রেণীতে ভর্তির জন্য লটারি হওয়া স্কুলগুলো হচ্ছে- গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল, আজিমপুর গার্লস স্কুল, ধানম-ি বয়েজ হাইস্কুল, মতিঝিল বালক উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারী বালক উচ্চ বিদ্যালয়, শেরেবাংলা নগর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, সংযুক্ত বিজ্ঞান হাইস্কুল, নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয়, মোহাম্মদপুর সরকারী উচ্চ বিদ্যালয়, তেজগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়, তেজগাঁও বালক উচ্চ বিদ্যালয়, খিলগাঁও গভর্নমেন্ট সরকারী উচ্চ বিদ্যালয় এবং বাংলাবাজার সরকারী উচ্চ বিদ্যালয়।
×