ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পানি পরিশোধন প্রকল্প

৬০ কোটি ডলার বিনিয়োগের আগ্রহ তিন দাতা সংস্থার

প্রকাশিত: ০৮:১১, ১৬ ডিসেম্বর ২০১৬

৬০ কোটি ডলার বিনিয়োগের আগ্রহ তিন দাতা সংস্থার

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশে পানি পরিশোধন প্রকল্প নির্মাণে যৌথভাবে ৬০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে বিদেশী তিন দাতা সংস্থা। সংস্থাগুলো হলো-এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক (এডিবি), এ্যাসোসিয়েশন ফর ফ্রান্স ডেভলপমেন্ট এবং ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক। বৃহস্পতিবার সচিবালয়ে নিজকক্ষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বৈঠকে এ প্রতিশ্রুতি দেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত সফি এবার্ট আম্বা। বৈঠক শেষে তোফায়েল আহমেদ ও রাষ্ট্রদূত সাংবাদিকদের এ তথ্য জানান। তোফায়েল আহমেদ বলেন, ‘ফ্রান্স একইসঙ্গে বাংলাদেশে দ্বিতীয় তেল শোধনাগার নির্মাণে দুই বিলিয়ন এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্পে আরও ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে।’ তিনি আরও বলেন, ‘ফ্রান্সে একমাত্র অস্ত্র ছাড়া আমরা সব পণ্য রফতানিতে শুল্কমুক্ত সুবিধা পাই। জিএসপি প্লাস পাওয়ার ক্ষেত্রে ফ্রান্স বাংলাদেশকে সহায়তা করবে বলেও রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে।’
×