ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিনা বিচারে আটক সাতজনকে হাজিরের নির্দেশ

প্রকাশিত: ০৮:১০, ১৬ ডিসেম্বর ২০১৬

বিনা বিচারে আটক সাতজনকে হাজিরের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ বিনা বিচারে এক যুগেরও বেশি সময় ধরে কারাগারে আটক থাকা এক গারো তরুণসহ আরও সাতজনকে আগামী ২৪ জানুয়ারি হাজিরের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে তাদের কেন জামিন দেয়া হবে না-তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। ওই সাতজন হলেন- কুষ্টিয়ার রাসেল শেখ, রাজধানীর বাড্ডার সাইদুর রহমান, মতিঝিলের মাসুদ, কেরানীগঞ্জের রাজীব হোসেন, গাজীপুরের বোর্ডবাজারের বাবু, ব্রাহ্মণবাড়িয়ার পারভেজ ও নেত্রকোনার গারো তরুণ লিটন। এর আগে পৃথক পৃথক ঘটনায় একই আদালত আরও চারজনকে জামিন দিয়েছেন। তারা হলেন শিপন, মকবুল, সেন্টু ও বিল্লাল। চাঁন মিয়া নিম্ন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়ায় তাকে কারাগারেই থাকতে হবে। আদালত জানিয়েছেÑমকবুল, সেন্টু ও বিল্লালের মামলার বিচার ৯০ দিনের মধ্যে শেষ করতে হবে। আর নিম্ন আদালতে চাঁন মিয়ার মামলার নিষ্পত্তি করতে হবে ৬০ দিনের মধ্যে। আরও চার নারী সুমি আক্তার রেশমা, শাহনাজ বেগম, রাজিয়া সুলতানা ও রাণী ওরফে নূপুরকে ১৬ জানুয়ারি হাজিরের নির্দেশ দেয়া হয়েছে। এ ছ্ড়াা দেশের বিভিন্ন আদালতে আরও বিনাবিচারে আটক সাড়ে চার শতাধিক বন্দীর নাম সুপ্রীমকোর্ট লিগ্যাল এইড কমিটিতে পাঠিয়েছে আইজি প্রিজন কার্যালয়। এ গুলো যাচাই বাছাই করে শীঘ্র আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানা গেছে। এদিকে একটি বেসরকারী টিভি চ্যানেলে ৭ জনের নাম প্রকাশ করায় বৃহস্পতিবার আদালত এ আদেশ প্রদান করেছে। প্রচারিত প্রতিবেদনটি আদালতে উপস্থাপন করেন সুপ্রীমকোর্ট লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবী বেহেশতী মারজান। এরপর আদালত আদেশ দেয়। কারাবন্দীদের মধ্যে কুষ্টিয়া সদরের আইয়ুব শেখের ছেলে রাসেল শেখ কাফরুল থানার একটি মামলায় ২০০৪ সালের ১১ ডিসেম্বর থেকে কারাগারে রয়েছেন। ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে-৩ বিচারাধীন এ মামলায় তাকে এ পর্যন্ত ৫৫ কার্যদিবস হাজির করা হয়েছে।
×