ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খুলনা পাইওনিয়ার ফুটবল লীগ

প্রকাশিত: ০৬:০২, ১৬ ডিসেম্বর ২০১৬

খুলনা পাইওনিয়ার ফুটবল লীগ

স্টাফ রিপোর্টার, খুলনা ॥ জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আগামীকাল শনিবার থেকে খুলনায় শুরু হচ্ছে সেভেন রিংস সিমেন্ট পাইওনিয়র ফুটবল লীগ। মোট ২৫টি দল ৬টি গ্রুপে বিভক্ত হয়ে শহরের তিনটি ভেন্যুতে লীগ পদ্ধতির খেলায় অংশগ্রহণ করবে। শনিবার বিকেলে খুলনা সার্কিট হাউস মাঠে এই ফুটবল লীগের উদ্বোধন করবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড় আব্দুস সালাম মুর্শেদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা নাজমুল আহসান। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য সাবেক জাতীয় দলের খেলোয়াড় জাকির হোসেন চৌধুরী ও সেভেন রিংস সিমেন্টের প্রধান বিপণন কর্মকর্তা আসাদুল হক সুফিয়ানী। বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খুলনা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন সভাপতি এ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম এ কথা জানান। এবারের ফুটবল লীগে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সেভেন রিংস সিমেন্টের পক্ষ থেকে খুলনা জেলা ফুটবল এ্যাসোসিয়েশনকে তিন লাখ ৫০ হাজার টাকা প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে। লীগ পরিচালনা করতে প্রায় সাত লাখ টাকা খরচ হবে। প্রত্যেকটি দলের জন্য ১৮ সেট জার্সি প্যান্ট ও ২টি করে ফুটবল প্রদান করা হবে। কোয়ার্টার ফাইনালে মোনাকো-পিএসজি স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রেঞ্চ লীগ কাপের শেষ আটে জায়গা করে নিয়েছে মোনাকো এবং প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। বুধবার টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ৩-১ গোলে হারায় লিলিকে। অন্য ম্যাচে মোনাকো ৭-০ গোলে রীতিমতো রেনেসকে উড়িয়ে দিয়েই লীগ কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। তবে ছিটকে পড়েছে নিস। এদিন বোর্দের কাছে ৩-২ গোলে হেরে লজ্জাজনকভাবে বিদায় নেয় ফ্রেঞ্চ লীগ ওয়ানে চলতি মৌসুমের শুরু থেকেই অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকা নিস। পার্ক ডি প্রিন্সেস স্টেডিয়ামে টানা তিন ম্যাচে জয় বঞ্চিত ছিল পিএসজি। অবশেষে বুধবার জয়ে ফিরল উনাই এমরির শিষ্যরা। লিলির বিপক্ষে জোড়া গোল করেন লুকাস। আর বাকি গোলটি করেন জেসে। ম্যাচ শেষে শিষ্যদের পারফর্মেন্সে সন্তুষ্ট প্রকাশ করেছেন পিএসজির কোচ। বিশেষ করে জেসের ছন্দে ফেরায় দারুণ তৃপ্ত তিনি। ফ্রেঞ্চ লীগ কাপের কোয়ার্টার ফাইনালে পিএসজির প্রতিপক্ষ এখন মেটজ। শেষ ষোলোতে যারা পেনাল্টি শূটআউটে ১১-১০ ব্যবধানে হারায় তৌলোসেকে। তবে ফ্রেঞ্চ লীগ কাপে এদিন বড় জয় পেয়েছে মোনাকো। এদিন তারা ৭-০ গোলে হারায় রেনেসকে। রেনেসের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেন ১৭ বছর বয়সী কাইলিয়ান এমবাপ্পি। আগামী ২০ ডিসেম্বরে ১৮ বছর পূর্ণ করবেন তিনি। ইতোমধ্যেই সবধরনের প্রতিযোগিতামূলক ম্যাচে চলতি মৌসুমে ছয় গোল করেছেন এমবাপ্পি।
×