ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মেসির আনুষ্ঠানিক বিয়ে

প্রকাশিত: ০৬:০১, ১৬ ডিসেম্বর ২০১৬

মেসির আনুষ্ঠানিক বিয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে দীর্ঘদিনের প্রেমিকা এ্যান্টোনেল্লা রোকুজ্জুকে বিয়ে করতে যাচ্ছেন লিওনেল মেসি। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। জানা গেছে, ২০১৭ সালের মাঝামাঝি সময়ে ২৯ বছর বয়সী মেসি ও ২৮ বছর বয়সী রোকুজ্জু আনুষ্ঠানিকভাবে বিয়ের পিঁড়িতে বসছেন। বিয়ের অনুষ্ঠানটি গ্রীষ্মকালে হওয়ার সম্ভাবনা বেশি। নিজ দেশ আর্জেন্টিনায় বিয়ের পিঁড়িতে বসবেন মেসি ও রোকুজ্জু। আলোচিত বিয়েতে উপস্থিত থাকার কথা আছে ফুটবলের ক্ষুদে জাদুকরের ঘনিষ্ঠ ও আপনজনদের। মেসির বিয়ে নিয়ে প্রথম সংবাদ পরিবেশন করেন রেডিও মেট্রো’র আর্জেন্টাইন ক্রীড়া সাংবাদিক পাবলো ভার্সকি। পরে ‘এএফই’ এবং স্থানীয় অনেক সংবাদ মাধ্যম তা নিশ্চিত করে। প্রকাশিত খবরে বলা হয়, ২০১৭ সালে বিয়ে করবেন মেসি ও রোকুজ্জু। তারিখটি নির্ভর করছে বার্সিলোনার ম্যাচের সূচী এবং কাতালানদের চ্যাম্পিয়ন্স লীগের ভাগ্যের ওপর। বিয়ের অনুষ্ঠানটি আর্জেন্টিনায় হবে জানিয়ে বলা হয়, আমরা জানতে পেরেছি আগামী বছর এখানে বড় ধরনের উদযাপন (মেসি-রোকুজ্জুর বিয়ে) হবে। আমি নিশ্চিত কোন তারিখ বলতে পারছি না। কিন্তু এটা রোজারিওতেই হবে। ১৯৯৬ সালে জন্মস্থান আর্জেন্টিনার রোজারিওতে মেসি ও রোকুজ্জুর প্রথম দেখা হয়। তবে তাদের পরিণয়টা শুরু হয় ২০০৮ সালে। আর একসঙ্গে থাকা শুরু করেন ২০১০ সাল থেকে। আনুষ্ঠানিকভাবে বিয়ে না করলেও ইতোমধ্যে মেসি-রোকুজ্জুর ঘর আলো করে এসেছে দুই সন্তান। বড় ছেলে থিয়াগো মেসির বয়স চার বছর। আর ছোট ছেলে মাটেওর বয়স এক বছর। দীর্ঘদিনের প্রেমিকাকে এবার পাকাপাকিভাবে জীবনসঙ্গিনী করছেন বিশ্বফুটবলের অন্যতম সেরা তারকা মেসি। এদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অসাধারণ ফুটবলার হলেও মেসিকেই সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে অভিহিত করেছেন বার্সিলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্টামেউ। গত সোমবার ক্যারিয়ারের চতুর্থ ব্যালন ডি’অর জয় করেন সি আর সেভেন। পাঁচবারের বিজয়ী মেসিকে হটিয়ে রোনাল্ডো এই কৃতিত্ব অর্জন করেন। তবু মেসিকেই সেরা বলছেন বার্সা সভাপতি। এক সাক্ষাতকারে বার্টামেউ বলেন, বিশ্বের এক নম্বর খেলোয়াড় মেসি এবং সেই থাকবে এতে কোন সন্দেহ নেই। অবশ্য ক্রিশ্চিয়ানো একজন অসাধারণ খেলোয়াড়। মেসি সর্বকালের সেরা ফুটবলার। ২৯ বছর বয়সে সে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে এবং প্রতিদিনই তার পারফর্মেন্স ভাল হচ্ছে। বার্সা সভাপতি সমর্থকদের আশ্বস্ত করে বলেছেন, ন্যুক্যাম্পে থেকেই অবসরে যাবেন মেসি। মেসির সঙ্গে বার্সিলোনার বর্তমান চুক্তি ২০১৮ সালের জুনে শেষ হয়ে যাচ্ছে। তবে দু’পক্ষের মধ্যে সমঝোতা ইতিবাচক পর্যায়ে না পৌঁছানোয় চুক্তি নবায়ন এখনও হয়নি।
×