ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আবাহনী ৩-২ শেখ জামাল

ঢাকা আবাহনীর প্রশ্নবিদ্ধ জয়!

প্রকাশিত: ০৬:০১, ১৬ ডিসেম্বর ২০১৬

ঢাকা আবাহনীর প্রশ্নবিদ্ধ জয়!

স্পোর্টস রিপোর্টার ॥ নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ। পিছিয়ে আছে একটি দল ১-২ গোলে। চতুর্থ রেফারি ঘড়িতে সংযুক্তি সময় দেখালেন আরও চার মিনিট। বিস্ময়করভাবে ওই সময়ের মধ্যে পর পর দুটি গোল করে পিছিয়ে থাকা দলটি জিতে গেল ম্যাচ। আর সেই দলটি হচ্ছে ঢাকা আবাহনী লিমিটেড। ‘জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগ’ ফুটবলে বৃহস্পতিবারের খেলায় তারা ৩-২ গোলে হারায় শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেডকে। খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল বিজয়ী দল। ৪৩ মিনিটে বক্সের বাইরে থেকে জোনাথনের শট বক্সে বিপদমুক্ত করেন জামালের এক ডিফেন্ডার। ফিরতি বলে ইমন মাহমুদ শট করলে বল ফিরিয়ে দেন জামাল গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেল। ফিরতি বলে হেড দিয়ে গোল করে আবাহনীকে এগিয়ে দেন জুয়েল রানা (১-০)। ৪৮ মিনিটে জামালের ডিফেন্ডার লিংকনের শট আবাহনীর গোলরক্ষক শহীদুল আলম সোহেল ফিস্ট করলে চলতি বলে চমৎকার ভলিতে গোল করেন ল্যান্ডিং ডার্বোয়ে। সমতায় ফেরে জামাল (১-১)। ৮১ মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড মাইক অটোজারেরির পাসে বক্সে বল পেয়ে প্রতিপক্ষ গোলরক্ষকের মাথার ওপর দিয়ে অনবদ্য দক্ষতায় বল জালে পাঠান এমেকা ডার্লিংটন। লিড নেয় জামাল (২-১)। নির্ধারিত ৯০ মিনিটে এগিয়ে ছিল শেখ জামাল। ফলে জামালই আবাহনীকে প্রথম হার উপহার দিচ্ছে এটি ধরেই নিয়েছিল গ্যালারির দর্শকরা। কিন্তু নাটকেরও বাকি ছিল আরও। ইনজুরি টাইমের প্রথম মিনিটে (৯০+১) জুয়েল রানার বাড়িয়ে দেয়া বল বক্সে দারুণ হেডে জালে জড়িয়ে দেন আবাহনীর বদলি ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবন (২-২)। ইনজুরি টাইমের শেষ মিনিটে জুয়েল রানার ক্রসে দারুণ প্লেসিং করেন আবারও জীবন গোল করেন (৩-২)। রোমাঞ্চকর অথচ প্রশ্নবিদ্ধ জয় নিয়ে আবাহনী ও হার নিয়ে শেখ জামাল মাঠ ছাড়ে।
×