ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরীর লাশ জুরাইন কবরস্থানে দাফন

প্রকাশিত: ০৫:৫২, ১৬ ডিসেম্বর ২০১৬

গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরীর লাশ জুরাইন কবরস্থানে দাফন

স্টাফ রিপোর্টার ॥ গুলশান হামলার মাস্টারমাইন্ড নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে নিহত নব্য জেএমবির শীর্ষনেতা তামিম আহমেদ চৌধুরীসহ তিন জঙ্গীর লাশ দাফনের জন্য আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশ তিনটি দাফন করা হয়েছে রাজধানীর জুরাইন কবরস্থানে। এ নিয়ে কবরস্থানটিতে আইনশৃঙ্খলা বাহিনীর সাম্প্রতিক অভিযানে নিহত প্রায় সব জঙ্গীর লাশই দাফন করা হলো। শুধুমাত্র আজিমপুর ও পল্লবীর রূপনগরে নিহত দুই জঙ্গীর লাশ এখনও ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে পুলিশের উপস্থিতিতে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গ থেকে লাশগুলো আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ সোহেল মাহমুদ জানান, নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে নিহত তিনজনের লাশ হস্তান্তর করা হয়েছে। আজিমপুর ও মিরপুরের রূপনগরে নিহত দুই জঙ্গীর লাশ এখনও মর্গে রয়েছে। আঞ্জুমানের কর্মকর্তা রুহুল আমিন জানান, লাশগুলো জুরাইন কবরস্থানে ধর্মীয় রীতি অনুযায়ী দাফন করা হয়েছে। প্রসঙ্গত, গত ২৭ আগস্ট নারায়ণগঞ্জের পাইকপাড়ার একটি বাড়িতে পুলিশের অভিযানে নিহত হয় তামিমসহ তিন জঙ্গী। নিহত তামিম আহমেদ চৌধুরী গত ১ জুলাই গুলশান ও এক সপ্তাহের মাথায় কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদ জামাতে হামলার মাস্টারমাইন্ড।
×