ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াফতে শীঘ্রই আইন পাস হবে ॥ আইনমন্ত্রী

প্রকাশিত: ০৫:৫২, ১৬ ডিসেম্বর ২০১৬

যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াফতে শীঘ্রই আইন পাস হবে ॥ আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, যুদ্ধাপরাধীরা সঠিক পথে সম্পত্তি আহরণ করেননি। তাই তাদের সম্পত্তি বাজেয়াফত করতে অতি সত্বর সংসদে আইন পাস করা হবে। যুদ্ধাপরাধীদের সম্পত্তি বাজেয়াফত করে দেশের কল্যাণে কাজে লাগানো হবে। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, ‘জামায়াত ও তাদের দোসরদের বিচারের আওতায় আনা হবে। যুদ্ধাপরাধীদের যারা সহযোগিতা দিয়েছেন, তাদেরও ছাড় দেওয়া হবে না’। তিনি বলেন, ‘না কাঁদলে মাও দুধ দেয় না। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা না চাইতেই জনগণের সব চাহিদা পূরণ করেন।’ বাজার দর ও দেশের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় এনে জমির নিবন্ধন ফি পুনর্নির্ধারণ করা হবে। বঙ্গবন্ধু হত্যার বিচার সম্পর্কে তিনি বলেন, ২১ বছর পর বিচার শুরুর পর এটি শেষ হতে লেগেছে আরো ১৪ বছর। বঙ্গবন্ধু হত্যার বিচারের মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতির সমাপ্তি হয়েছে। নিবন্ধন বিভাগের মহাপরিদর্শক খান মোঃ আবদুল মান্নানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মোহাম্মদ শহিদুল হক, আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মোঃ জহিরুল হক। সাবেক সচিবসহ ৭ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল স্টাফ রিপোর্টার ॥ রাজস্ব খাতে চাকরি নিয়মিতকরণে রায় বাস্তবায়ন না করায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. নাসের চৌধুরীসহ সাতজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট। রুলে আদালত অবমাননার দায়ে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মোঃ খসরুজ্জামানের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়। বঞ্চিত কর্মচারীদের পক্ষে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দিয়েছে। আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তৌফিক এনাম টিপু। তিনি সাংবাদিকদের বলেন, স্টাফ বাস কর্মসূচী ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ১৩৪ জন কর্মচারী কল্যাণ বোর্ডের আওতাধীন রাজস্ব খাতে চাকরি নিয়মিতকরণের দাবিতে হাইকোর্টে একটি রিট দায়ের করেন। সেনা ও নৌবাহিনীতে অনারারি কমিশন মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীতে ২১ জনকে অনারারি ক্যাপ্টেন ও ৪১ জনকে অনারারি লেফটেন্যান্ট এবং নৌবাহিনীতে ১৬ জনকে অনারারি সাবলেফটেন্যান্টে পদোন্নতি দিয়ে অনারারি কমিশন প্রদান করা হয়েছে। এ পদোন্নতি ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হবে। খবর বাসসর। বাংলাদেশ সেনাবাহিনীতে অনারারি লেফটেন্যান্ট থেকে অনারারি ক্যাপ্টেন পদে ২১, মাস্টার ওয়ারেন্ট অফিসার থেকে অনারারি লেফটেন্যান্ট পদে ৪১এবং বাংলাদেশ নৌবাহিনীর মাস্টার চীফ পেটি অফিসার (এমসিপিও) থেকে অনারারি সাবলেফটেন্যান্ট পদে ১৬ জনকে কমিশন দিয়ে পদোন্নতি দেয়া হয়েছে।
×