ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাড়িতে গাড়িতে বিজয়ের পতাকা- আইনের উর্ধে আবেগ

প্রকাশিত: ০৫:৫১, ১৬ ডিসেম্বর ২০১৬

গাড়িতে গাড়িতে বিজয়ের পতাকা- আইনের উর্ধে আবেগ

স্টাফ রিপোর্টার ॥ সিএনজি চালক মাসুম। তার তিন চাকার যানটির উপরের দু’পাশেই দুটি জাতীয় পতাকা। কেন এই পতাকার ব্যবহার? প্রশ্নের জবাবে মাসুমের সহজ জবাব, ‘১৬ ডিসেম্বর আমাগো বিজয় দিবস। নয় মাসের যুদ্ধে আমাগো দেশ স্বাধীন অইছে। এ মাসের পর্থমেই আমার গাড়িতো পতাকা লাগায়ছি’। গাড়িতে পতাকা ওড়ানো আইনত নিষিদ্ধ, এটা তার জানা আছে কিনা প্রশ্নেরও খুব সহজ উত্তর, ‘আইন জানি না। জানার দরকারও নাই। বিজয় দিবসে গাড়িতে পতাকা উড়ামু এতে আবার আইন-বেআইন কি’? শুধু মাসুম নয়, দেশের অধিকাংশ রিক্সা, বাস, ট্রাক, প্রাইভেট কারেই শোভা পাচ্ছে জাতীয় পতাকা। এক্ষেত্রে আইন কোন বাধা নয়। বিজয় দিবসের চেতনার প্রতি গভীর মমত্ববোধ ও ভালবাসাই হচ্ছে মুল কথা। রাস্তার দিকে তাকালেই চোখে পড়বে লাল-সবুজের পতাকা পতপত করে উড়ছে সব ধরনের গাড়িতে। তিন চাকার যান থেকে শুরু করে বাসের গায়ে কিংবা ট্রাকে। বিজয় দিবসকে ঘিরেই গাড়িগুলোতে লাগানো হয়েছে বিভিন্ন সাইজের পতাকা। বিজয়ের মাস উপলক্ষ করে মাসব্যাপী গাড়িতে গাড়িতে বেড়েছে পতাকার ব্যবহার। বিজয়ের এই মাসকে মনে প্রাণে ভালবেসে দেশের বিভিন্ন শ্রেণী, পেশা ও ধর্মের মানুষ বাংলাদেশের জাতীয় পতাকা তাদের গাড়িতে ব্যবহার করেছেন। বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়েই দেশের জনগণ রাষ্ট্রীয় এই প্রতীক কখনও গাড়িতে আবার কখনও বাড়িতে ব্যবহার করছেন। রাষ্ট্রের পরিচয় বহনকারী ও সার্বভৌমত্বের প্রতীক হলো জাতীয় পতাকা। এই পতাকা ব্যবহারে বিধি নিষেধ আছে। কোথায় কখন এই পতাকা ব্যবহার করা যাবে, পতাকার আকার ও ধরন কি হবে ইত্যাদি সুনির্দিষ্ট করা হয়েছে জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ (সংশোধিত ২০১০)-এর আইনে। ইচ্ছে করলেই যে কেউ গাড়িতে পতাকা ব্যবহার করতে পারে না। শুধুমাত্র রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মোটরগাড়ি, নৌযানে ও বিমানে বাংলাদেশের পতাকা উত্তোলনের অধিকারী। তা ছাড়া আইন অনুযায়ী জাতীয় সংসদের স্পীকার ও ডেপুটি স্পীকার, প্রধান বিচারপতি, কেবিনেট মন্ত্রী, কেবিনেট মন্ত্রীর পদমর্যাদাসম্পন্ন ব্যক্তি, চীফ হুইপ, সংসদের বিরোধীদলীয় নেতাসহ উচ্চমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ তাদের গাড়িতে পতাকা ব্যবহারের অধিকারী। জাতীয় পতাকার মাপ হবে ১০ : ৬ দৈর্ঘ্য ও প্রস্থের আয়তাকার ক্ষেত্রের গাঢ় সবুজ রঙের মাঝে লাল বৃত্ত এবং বৃত্তটি দৈর্ঘ্যরে এক-পঞ্চমাংশ ব্যসার্ধ বিশিষ্ট।
×