ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নিলামে সিলমোহর বিক্রি...

প্রকাশিত: ০৫:৫১, ১৬ ডিসেম্বর ২০১৬

নিলামে সিলমোহর বিক্রি...

চীনের ১৮ শতকের সম্রাট কিয়াংলিংয়ের সিলমোহর রেকর্ড দামে নিলামে বিক্রি হয়েছে। ধারণার চেয়ে ২০গুণ বেশি দামে এটি নাম প্রকাশে অনিচ্ছুক এক চীনা কিনে নেন। নিলামে সিলটি দু’ কোটি দশ লাখ ইউরোয় (এক কোটি ৮০ লাখ পাউন্ড, দু’কোটি ২০ লাখ মার্কিন ডলার) বিক্রি হয়। সিলটি লাল ও সাদা রংয়ের একটি খনিজ শিলা দিয়ে তৈরি। -বিবিসি হিটলারের বাড়ি জব্দ হচ্ছে অস্ট্রিয়ার ব্রাউনাউ এ্যাম ইন শহরে এ্যাডলফ হিটলারের জন্ম হয়েছিল যে বাড়িতে তা সরকারকে জব্দ করার ক্ষমতা দিয়ে একটি আইন পাস করেছে পার্লামেন্ট। তিনতলা বাড়িটির সবচেয়ে উপরের তলায় ভাড়া নেয়া একটি কক্ষে ১৮৮৯ সালের ২০ এপ্রিল জন্ম হয় হিটলারের। বাড়িটির বর্তমান মালিক গার্লিন্ডে পোমার এটি বিক্রি বা সংস্কার করতে অস্বীকৃতি জানিয়ে আসছিলেন। জব্দ করার পর বাড়িটির পরিণতি কি হবে তা জানা যায়নি। তবে বাড়ির মালিককে ক্ষতিপূরণ দেয়া হবে। -বিবিসি চীনে বায়ু দূষণ, রেড এ্যালার্ট জারি চীনের রাজধানী বেজিংয়ে বায়ু দূষণের জন্য চলতি বছর প্রথম রেড এ্যালার্ট জারি করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় পরিবেশ রক্ষা কর্তৃপক্ষ একথা জানায়। শুক্রবার নগরীটি নতুন করে ভারি ধোঁয়ায় ঢেকে যাবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। -এএফপি
×