ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অন্যরকম

প্রকাশিত: ০৫:৫০, ১৬ ডিসেম্বর ২০১৬

অন্যরকম

বিরল ওমুরা তিমি! অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফে বিরল প্রজাতির ওমুরা তিমি দেখা গেছে। বিশ্বের কয়েকটি স্থানে এদের দেখা যায় বলে বিজ্ঞানীরা প্রজাতিটি সম্পর্কে খুব কমই জানতে পেরেছেন। নৌকার ডুবুরিরা তিমিগুলো দেখতে পান ও তাদের ছবি তুলে গ্রেট ব্যারিয়ার রিফ মেরিন পার্ক অথরিটিকে ছবিগুলো দেন। ছবিগুলো মাদাগাস্কারে পাঠানো হলে বিশেষজ্ঞরা নিশ্চিত করেন এগুলো ওমুরা তিমি। কর্তৃপক্ষ জানায়, গ্রেট ব্যারিয়ার রিফে প্রথমবারের মতো এই তিমিগুলোকে দেখা গেছে। এই তিমিগুলো খুবই কম দেখা যায়। এদের প্রজাতি নির্ণয় শুধু বিশেষজ্ঞরাই করতে পারেন। -এএফপি অন্ধকার আইফেল টাওয়ার! সিরিয়ার বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে বুধবার ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারের আলো নিভিয়ে রাখা হয়। শহরটির মেয়র এ্যান হিদালগো আগেই বিষয়টি জানিয়েছিলেন। টুইটারে তিনি জানান, আলেপ্পোর মানুষের পাশে দাঁড়াতে বুধবার রাত আটটার পর আইফেল টাওয়ারের আলো নিভিয়ে দেয়া হবে। -সিএনএন
×