ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আলেপ্পো ছেড়েছে চার হাজার বিদ্রোহী ও বেসামরিক নাগরিক

প্রকাশিত: ০৫:৫০, ১৬ ডিসেম্বর ২০১৬

আলেপ্পো ছেড়েছে চার হাজার বিদ্রোহী ও বেসামরিক নাগরিক

সিরিয়ায় নতুন চুক্তির আওতায় আলেপ্পোর পূর্বাঞ্চল থেকে অন্তত চার হাজার বিদ্রোহী ও বেসামরিক লোক অন্যত্র চলে যাচ্ছে। বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, ‘তাদের ওই শহর ছেড়ে যাওয়ার সব প্রক্রিয়া শেষ হয়েছে।’ বুধবার প্রচ- লড়াইয়ের মধ্য দিয়ে আগের চুক্তিটি ভেঙ্গে যাওয়ার পর উভয়পক্ষের মধ্যে নতুন এ চুক্তি হয়েছে। সিরিয়ার বিদ্রোহীরা আলেপ্পোর বেসামরিক লোক ও আহতদের নিরাপদে শহর ছেড়ে যাওয়ার জন্য বুধবার একটি নতুন চুক্তির ঘোষণা দিয়েছে। বাশার বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের আগের অস্ত্রবিরতি চুক্তি ভেঙ্গে যাওয়ার পর নতুন ঘোষণাটি এলো। খবর বার্তা সংস্থা এএফপির। চুক্তিটি ভেঙ্গে যাওয়ার পর সরকারী বাহিনীর প্রচ- গোলাবর্ষণ ও বিমান হামলায় নগরীর আতঙ্কিত বাসিন্দারা নিরাপত্তার জন্য রাস্তায় ছোটাছুটি শুরু করে। ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে এবং আগের চুক্তিটি ভেঙ্গে গেছে। প্রাথমিক চুক্তির আওতায় বুধবার ভোরে কয়েক হাজার বেসামরিক লোক ও বিদ্রোহী যোদ্ধাকে নিরাপদে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম নগরীর পূর্বাংশ ছেড়ে অন্যত্র চলে যেতে দেয়ার কথা ছিল। প্রচ- ঠা-া আবহাওয়ায় ক্ষুধার্ত বেসামরিক লোকেরা ভোরের আগেই শহর ছেড়ে যাওয়ার জন্য নির্ধারিত স্থানে জমায়েত হয়েছিল। কিন্তু উভয়ক্ষের মধ্যে অস্ত্রবিরতি ভেঙ্গে যাওয়ায় তাদের স্বপ্নটি দুঃস্বপ্নে পরিণত হয়। পূর্ব আলেপ্পো থেকে এ্যাক্টিভিস্ট মোহাম্মাদ আল-খাতিব বলেন, ‘বোমাবর্ষণ চলছেই। আমরা কেউই এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারছি না। সবাই অত্যন্ত ভীতসন্ত্রস্ত অবস্থায় লুকিয়ে আছি।’ তিনি আরও বলেন, নিহতদের লাশ ও আহতরা রাস্তায় পড়ে আছে। এ পরিস্থিতিতে কেউই লাশগুলো উদ্ধার করার সাহস করছে না।’ নূরেদ্দিন আল-জিনকি ও আহরার আল-শাম নামে দুটি বিদ্রোহী গ্রুপ নিশ্চিত করেছে যে, বুধবার সংঘর্ষ শুরু হওয়ার কয়েক ঘণ্টা পর নতুন অস্ত্রবিরতি চুক্তি হয়েছে।
×