ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

উবাচ

প্রকাশিত: ০৫:৪১, ১৬ ডিসেম্বর ২০১৬

উবাচ

এক ট্রাক মিষ্টি স্টাফ রিপোর্টার ॥ রেলমন্ত্রীর স্ত্রীর জন্য এক ট্রাক মিষ্টি পাঠানোর ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সম্প্রতি সিরাজগঞ্জ এক্সপ্রেস এ নতুন কোচ সংযোজন অনুষ্ঠানে রেলমন্ত্রী মুজিবুল হক মিষ্টি খেতে চাইলে নাসিম একটি নয় দুটি নয় এক ট্রাক মিষ্টি পাঠানোর ঘোষণা দেন। নাসিম বলেন, বিয়ে করার পর অনেকেই আপনাকে ফুল দিয়েছে, আমি কিছুই দিতে পারিনি। আপনি আমাদের কাছে মিষ্টি চেয়েছেন। কত মিষ্টি চাই আপনার? সিরাজগঞ্জে যত মিষ্টি আছে, আপনার বধূর জন্য এক ট্রাক মিষ্টি পাঠাব। এই মিষ্টি (স্থানীয় তিন এমপি) মুন্না, মিলন ও তানভির ইমাম পাঠাবে। প্রসঙ্গত স্বাস্থ্যমন্ত্রীর নিজের জেলাও সিরাজগঞ্জ। স্বাস্থ্যমন্ত্রী এ সময় রেলমন্ত্রী হিসেবে মুজিবুল হকের যোগ্যতা ও সততারও প্রশংসা করেন। উল্লেখযোগ্য সংখ্যক পেলেও পাস নয় স্টাফ রিপোর্টার ॥ এখন দেশের সবচেয়ে আলোচিত ঘটনা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। পত্রিকার পাতা কিম্বা টেলিভিশনে বাকযুদ্ধ (টকশো) সবখানেই হরদম আলোচনার মূল বিষয় নারায়ণগঞ্জ নির্বাচন। বিএনপি তো ঘোষণা করেই বসেছে এ নির্বাচন নাকি গণতন্ত্র ফিরিয়ে আনার নির্বাচন! সম্প্রতি দেশের একটি টেলিভিশন বাকযুদ্ধে নারায়ণগঞ্জের দুই নেতা শামীম ওসমান এবং তৈমুর আলম খন্দকার নিজেদের পক্ষে নিজস্ব অবস্থান তুলে ধরছিলেন। এতে শামীম ওসমান বললেন সাখাওয়াত হোসেন যদি স্বতন্ত্র প্রার্থী হতেন তাও বেশি ভোট পেতেন। বিএনপির প্রার্থী হওয়ায় তাকে কেউ ভোট দেবে না। অনেকটা তেড়েই আসলেন যেন তৈমুর। তিনি বললেন, এটা ঠিক নয়। আমি বলতে চাই এবার নির্বাচনে বিএনপি প্রার্থী উল্লেখযোগ্য সংখ্যক ভোট পাবেন। শামীম ওসমান একটু নিচু গলায়ই বললেন, উল্লেখযোগ্য সংখ্যক পেলেও পাস করবে না। ফুলে ভয় স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি ঢাকায় বসবাসরত নোয়াখালীর বাসিন্দারা আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদককে সংবর্ধনা দেন। অনুষ্ঠানে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর সময় ওবায়দুল কাদের বলেন, আমি ফুল দেখলে ভয় পাই। কারণ এই ফুলের মধ্যে ভালবাসার ফুলের সঙ্গে স্বার্থের ফুল রয়েছে। কোনটি স্বার্থের ফুল সেটা আমি বসে বসে দেখি। এই যে ফুল দেয়া হলো আর আমি নিলাম; কাল থেকেই টের পাব- এই ফুলের সঙ্গে কত স্বার্থ আছে! সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বললেন, এত সংবর্ধনা আর সেøাগান চলতে থাকলে অভিনন্দনে সিক্ত হয়ে আমার মধ্যে অহঙ্কার চলে আসতে পারে। ধৈর্য ধরে দলের জন্য কাজ করে যাওয়ায়- পরিশ্রম, মেধা ও যোগ্যতার মূল্যায়ন হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। শুধু আমি নই, সেনাবাহিনীর প্রধান, ঢাকা উত্তরের মেয়রসহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির বাড়ি নোয়াখালীতে। আমাদের শেখ হাসিনা মুখ দেখে বানাননি; কাজের মূল্যায়ন করেছেন, পরিশ্রম, মেধা ও যোগ্যতার মূল্যায়ন করেছেন।
×