ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৩:৫০, ১৬ ডিসেম্বর ২০১৬

টুকরো খবর

আলোক ও তথ্যচিত্র প্রদর্শনী শাবি সংবাদদাতা ॥ বিজয়ের ৪৫ বছর উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় প্রেসক্লাবের আয়োজনে ‘মুক্তিযুদ্ধে গণমাধ্যম’ শীর্ষক দুই দিনব্যপী আলোকচিত্র ও তথ্যচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূইয়া। এ সময় উপস্থিত ছিলেন সিন্ডিকেট সদস্য ড. কবির হোসেন, সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক আখতারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক ড. রাশেদ তালুকদার, শাখা ছাত্রলীগের সহসভাপতি আবু সাঈদ আকন্দ, যুগ্মসাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজ, সহসভাপতি মনিরুজ্জামান, শাবি প্রেসক্লাবের সভাপতি জাবেদ ইকবাল, সাধারণ সম্পাদক সরদার আব্বাস আলী প্রমুখ। বন্যহাতির আক্রমণে শ্বশুর-জামাই নিহত স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ পেকুয়া শীলখালীর সাপেরঘাড়া গ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে শ্বশুর ও জামাই নিহত হয়েছেন। জারুল বনিয়ার বাসিন্দা নিহত ছৈয়দ আলম (৬০) ও তার মেয়ের জামাই সাপেরঘাড়ার আলমগীরের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে। সূত্র জানায়, ধানক্ষেত পাহারা দেয়ার এক ফাঁকে ক্ষেতের পাশে ঘুমিয়ে পড়েন বৃদ্ধ ছৈয়দ আলম ও তার জামাই। ভোর সাড়ে ৫টায় একদল বন্যহাতি এসে আক্রমণ চালায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। কুষ্টিয়ায় জঙ্গীর আত্মসমর্পণ নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১৫ ডিসেম্বর ॥ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) কুষ্টিয়া ক্যাম্পে সালাউদ্দিন আহমেদ সুজন (৩৪) নামের এক জঙ্গী আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার দুপুরে র্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১২ অধিনায়ক শাহাবুদ্দিন খান। সালাউদ্দিন রাজশাহীর বাঘা উপজেলায় দাঁদপুর গ্রামের আবদুল হালিম মোল্লার ছেলে। র্যাব অধিনায়ক বলেন, সালাউদ্দিন জঙ্গী সম্পৃক্ততার সঙ্গে জড়িত ছিলেন। তিনি এখন নিজের ভুল বুঝতে পেরে আত্মসমর্পণ করেন। র্যাবের পক্ষ থেকে তাকে পুনর্বাসনের জন্য পাঁচ লাখ টাকার চেক দেয়া হয়। যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১৫ ডিসেম্বর ॥ বৃহস্পতিবার সকালে হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী সীমান্তে বিএসএফ মোমিনুর রহমান (২৫) নামে এক বাংলাদেশী তামাক চাষী যুবককে ধরে নিয়ে গেছে। বিএসএফ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে ওই যুবককে টেনেহিঁচড়ে নিয়ে গেছে। ঘটনাস্থল হতে পালিয়ে আসা প্রত্যক্ষদর্শীরা নির্মমতার বর্ণনা দিয়েছেন। আট ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও বিক্রির অপরাধে নগরীর ফয়’স লেক এলাকার ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে ফয়’স লেক এলাকায়। সেখানে বিভিন্ন রেস্টুরেন্ট ও খাবারের দোকানে অপরিচ্ছন্ন এবং অস্বাস্থ্যকর পরিবেশ প্রত্যক্ষ করেন। গুলিবিদ্ধ ২ ডাকাত গ্রেফতার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর চান্দগাঁও এলাকায় পুলিশী তল্লাশিতে বাধা দিতে গিয়ে ২ ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। আহত অবস্থায় গ্রেফতার করা হয়েছে এই দুজনকে। বুধবার রাতে মধ্যম মোহরা ওয়াসা মোড় এলাকায় এই ঘটনা ঘটে। সিএমপি সূত্রে জানানো হয়, গোয়েন্দা পুলিশের একটি টিম মোহরা এলাকায় সন্দেহভাজন একটি গাড়িকে থামার জন্য সঙ্কেত প্রদান করলে গাড়িটি দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর উঠে যাবার চেষ্টা করে। একই সঙ্গে গাড়ির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলিও ছোড়া হয়। পুলিশ পাল্টা গুলি চালালে বিদ্ধ হয় দুই ডাকাত। তাদের নাম মানিক ও শাহজাহান। ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু সংবাদদাতা, মাধবপুর, হবিগঞ্জ, ১৫ ডিসেম্বর ॥ মাধবপুরে ট্রেনে কাটা পড়ে দুটি স্থানে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আখাউড়া-সিলেট রেল সেকশনের মাধবপুর উপজেলার ইটাখোলার অদূরে পরমানন্দপুরে ট্রেনে কাটা অজ্ঞাতনামা (৪০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। অন্যদিকে নোয়াপাড়া রেলস্টেশনে আউটার সিগন্যালে জুয়েল (২৭) নামে এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা গেছে। নিহত জুয়েল উপজেলার ইটাখোলা গ্রামের মিজানুর রহমানের ছেলে। বেড়িবাঁধ রক্ষার দাবিতে স্মারকলিপি স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ শ্যামনগর উপজেলার আইলা দুর্গত পদ্মপুকুর ইউনিয়নের খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ রক্ষার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেছে স্থানীয় জনগণ। বৃহস্পতিবার দুপুরে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের কামালকাঠি একতা যুব সংঘ, গবেষণা প্রতিষ্ঠান বারসিক এবং সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের নেতৃবৃন্দ জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিনের কাছে স্মারকলিপি পেশ করেন। ভিক্ষুক সমাবেশ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৫ ডিসেম্বর ॥ বৃহস্পতিবার নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ‘ভিক্ষাবৃত্তিকে না’ বলার সেøাগান সামনে রেখে ভিক্ষুক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদ সচিব জাহাঙ্গীর আলম খানের সঞ্চালনায় ভিক্ষুক সমাবেশে উপস্থিত ছিলেন- ইউপি সদস্য ওয়াজেদ আলী, উৎপল কুমার, রেজুয়ানুল আহসান, মামুনুর রশিদ, বয়তুল্লাহ, ময়েজ উদ্দিন প্রমুখ। বিজয় দিবস সম্মাননা নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৫ ডিসেম্বর ॥ ৪৫তম বিজয় উপলক্ষে শেরপুরে সম্মাননা পেলেন সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক। শেরপুর সরকারী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সৈয়দ মোঃ আব্দুল হান্নান ও বর্তমান অধ্যক্ষ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসান। বৃহস্পতিবার সকালে শেরপুর সরকারী কলেজের উদ্যোগে কলেজ অডিটরিয়ামে ওই সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ছারওয়ার জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু আনোয়ার হোসেন প্রমুখ। হামলায় ২৫ শ্রমিক জখম নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৫ ডিসেম্বর ॥ সাভারে চাঁদা না পেয়ে আবাসন প্রকল্পে কর্মরত শ্রমিকদের ওপর হামলা চালিয়ে ৫ জনকে কুপিয়ে ও ২০ জনকে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার ভোরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দেউল এলাকায় আমিন মোহাম্মদ গ্রুপের আশুলিয়া মডেল টাউনে এ ঘটনা ঘটে। জানা গেছে, কয়েক দিন ধরে ওই আবাসন কোম্পানির কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে আসছিল ওই এলাকার কতিপয় সন্ত্রাসী। চাঁদা দিতে অস্বীকার করায় ওই আবাসন কোম্পানির নিরাপত্তাকর্মী ও শ্রমিকদের ওপর এদিন ভোরে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ৫ জন জনকে কুপিয়ে ও ২০ জনকে পিটিয়ে জখম করে। এরপর সন্ত্রাসীরা ২৫টি মোবাইল ফোন ও নগদ ২ লাখ টাকা লুট করে চলে যায়। নারীর আত্মহত্যা স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী নগরীর উপশহরে ‘সুইসাইড নোট’ লিখে স্বামী পরিত্যক্তা এক নারী আত্মহত্যা করেছেন। তার নাম জান্নাত আরা পাপিয়া (৪৬)। প্রায় ১৫ বছর আগে স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকেই নগরীর উপশহরে সেন্ট্রাল হাসপাতাল এলাকায় বাবা মৃত ডাঃ একেএম গোলাম মাহবুবের বাসায় থাকতেন তিনি। শাস্তি দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ আফরোজা আত্মহত্যার প্ররোচনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে বক্তব্য রাখেন- অধ্যক্ষ আব্দুল হামিদ, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা জোছনা দত্ত, মরিয়ম মান্নান, আনজুয়ারা খাতুন, সালেহা হক কেয়া, কাজী তৈয়বা রওনক, লুইসরানা গাইন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, অস্বচ্ছল পরিবারের মেয়ে আফরোজাকে দড়ি দিয়ে বেঁধে সোনাবাড়িয়া বাজার ঘোরানো, দোকানের মধ্যে আটকে নির্যাতন করা, সালিশে অসম্মান করাসহ এসব মোবাইলে ধারণ করে তা ফেসবুকে আপলোড করার কারণেই আফরোজা আত্মহত্যা করেছে। হিলি সীমান্তে সিসিটিভি স্থাপন স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ হিলি স্থলবন্দর ও হিলি রেলস্টেশনে সিসি টিভি এবং ফ্লাডলাইট স্থাপন করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের রংপুর আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শাহরীয়ার আহমেদ চৌধুরী বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এর উদ্বোধন করেন। এই প্রথম চোরাচালান, অনুপ্রবেশ ও অপরাধ প্রবণতা রোধে হিলি সীমান্তে বিজিবির হিলি সিপি ক্যাম্পে আনুুষ্ঠানিকভাবে হিলি স্থলবন্দর ও হিলি রেলস্টেশনে সিসি টিভি এবং ফ্লাডলাইট স্থাপনের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল জাকির হোসেন ও ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান।
×