ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যৌতুকের জন্য স্ত্রীকে খুন ॥ তরুণী ও যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ০৩:৪৭, ১৬ ডিসেম্বর ২০১৬

যৌতুকের জন্য স্ত্রীকে খুন ॥ তরুণী ও যুবকের লাশ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ ভৈরবে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা করে পালিয়েছে স্বামী। কিশোরগঞ্জে তরুণী ও মেহেরপুরে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। খবর নিজস্ব সংবাদদাতাদের। ভৈরব ॥ ভৈরবে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। হত্যার পরপরই দেড় বছরের শিশুসন্তান আনাফকে কৌশলে নানার বাড়িতে রেখে পালিয়েছে ঘাতক স্বামী মাইক্রোচালক মাছুম ছয়েল। ঘটনাটি বুধবার রাতে ভৈরব পৌর এলাকার ভৈরবপুর এলাকায় ঘটে। নিহতের মা মুর্শিদা সুলতানা ও পরিবারের সদস্যরা জানান, পাঁচ বছর আগে শরীয়তপুরের নড়িয়া এলাকার আলী ছয়েলের পুত্র মাছুম ছয়েলের সঙ্গে তার মেয়ে তামান্না সুলতানা জুঁইয়ের নিজেদের পছন্দে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী মাছুম বাবার বাড়ি থেকে টাকা এনে দেয়ার জন্য চাপ দিত। মেয়ের সুখের জন্য কয়েক দফা টাকা দেয়া হয়। বুধবার রাতে আবারও মেয়েকে টাকার জন্য চাপ দেয়। এতে রাজি না হওয়ায় তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে কৌশলে দেড় বছরের শিশু আনাফকে নানার বাড়িতে রেখে মাছুম পালিয়ে যায়। কিশোরগঞ্জ ॥ হাওড় অধ্যুষিত মিঠামইনের বৌলাই নদী থেকে অজ্ঞাত (১৯) এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ঢাকী ইউনিয়নের চারিগ্রাম বৌলাই নদী থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে নদীতে মাথাবিহীন একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ অজ্ঞাত মরদেহটি উদ্ধার করে। মেহেরপুর ॥ এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে গাংনী উপজেলার ধর্মচাকী গ্রামের ভজাপাড়া রাস্তার ওপর থেকে হাবিবুর রহমান (৩২) নামের ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। সে গাংনী থানাপাড়া এলাকার শাহার আলীর ছেলে। শিশু শিক্ষার্থীকে অপহরণ ॥ মুক্তিপণ দাবি নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৫ ডিসেম্বর ॥ আশুলিয়ায় জান্নাতী আক্তার মীম নামের ৮ বছরের এক শিশু শিক্ষার্থীকে অপহরণের পর মোবাইল ফোনে তার পিতার কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা। মীমের পিতার নাম মিলন মিয়া। তাদের গ্রামের বাড়ি নওগাঁ জেলার রানীনগর থানার তেবাড়িয়া এলাকায়। স্ত্রী ও কন্যাসহ তিনি দুর্গাপুর এলাকায় কামরুল ম-লের বাড়িতে ভাড়া থাকেন। বুধবার সকালে স্কুলে বার্ষিক পরীক্ষা শেষে বাসায় ফেরার পথে আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া দুর্র্গাপুর চালাবাজার থেকে তাকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। মীমের পিতা পোশাক শ্রমিক মিলন হোসেন জানান, তার মেয়ে দুর্গাপুর মডেল স্কুলে বুধবার সকালে পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পথে চালাবাজার এলাকা থেকে দুর্বৃত্তরা তাকে ধরে একটি কালো রঙের মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে রাতে দুর্বৃত্তরা তার কাছে মোবাইল ফোনে পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণের টাকা সময়মতো না দিলে তার মেয়েকে মেরে ফেলার হুমকি দেয় দুর্বৃত্তরা। মিলন আরও বলেন, এদিন রাতে এ ঘটনায় তিনি আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করতে গেলে পুলিশ তা রেকর্ড না করে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ব্যস্ততার কথা বলে তাকে দুই দিন পরে আসতে বলে।
×