ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত চার

প্রকাশিত: ০৩:৪৭, ১৬ ডিসেম্বর ২০১৬

সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত চার

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজার ও ফরিদপুরে তিন মোটরসাইকেল আরোহী এবং বান্দরবানে শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। খবর নিজস্ব সংবাদদাতাদের। মৌলভীবাজার ॥ সদর উপজেলার মোকামবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল অরোহী নিহত ও আহত হয়েছে একজন। নিহতরা হলেন- সদর উপজেলার কদুপুর গ্রামের হাফিজ আব্দুল হাশিমের ছেলে আশফাক আহমদ (২৭) ও মোকামবাজার এলাকার আমির আলীর ছেলে কামরুল ইসলাম (২৬)। গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বিশাল আহমদ। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বুধবার রাত ১টার দিকে ঘন কুয়াশার কারণে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের মোকামবাজার এলাকায় রাস্তার উপর রাখা সংস্কার কাজে ব্যবহৃত একটি রোলারের সঙ্গে ধাক্কা লেগে ৩ মোটরসাইকেল আরোহী ছিটকে পরে। এ সময় ঘটনা স্থলেই ২ মটরসাইকেল আরোহী নিহত হন। ফরিদপুর ॥ মধুখালীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী সৌরভ হুসাইন (১৯) নামে এক তরুণ নিহত হয়েছে। এ দুর্ঘটনায় অপর আরোহী মির্জা সিফাত হোসেন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মধুখালীর রইছন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সৌরভ হুসাইন মধুখালী পৌরসভার মেছড়দিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। আহত সিফাতকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বান্দরবান ॥ বালু বোঝায় ট্রাকচাপায় এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে, নিহতের নাম জহুরা। বৃহস্পতিবার সকালে রোয়াংছড়ি উপজেলার ছাইংগ্যা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, সকাল সাড়ে আটটা দিকে রোয়াংছড়ির তারাছা ইউনিয়নের তেতুলিয়াপাড়ার এলাকায় অবৈধভাবে সাংগু নদীর চর থেকে বালু নিয়ে ফেরার পথে জহুরাকে চাপা দেয়, সে ঘটনাস্থলেই প্রাণ হারায়। সে ছাইগ্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশুশ্রেণীর ছাত্রী এবং তারাছা ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাইগ্যা এলাকার বাসিন্দা খাইরুল বশরের কন্যা।
×