ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ৩ দিনব্যাপী সিঙ্গার ফার্নিচার মেলা শুরু

প্রকাশিত: ০৩:৪৬, ১৬ ডিসেম্বর ২০১৬

চট্টগ্রামে ৩ দিনব্যাপী সিঙ্গার ফার্নিচার মেলা শুরু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর নূর আহমদ সড়কের মেট্রোপলিটন চেম্বারে বৃহস্পতিবার শুরু হয়েছে ৩ দিনব্যাপী ‘সিঙ্গার ফার্নিচার মেলা’। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন সকালে মেলা উদ্বোধন করেন। চসিক মেয়র বলেন, বাংলাদেশের নাগরিকদের ক্রয় ক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। দেশের মানুষ অতীতের দুঃখ-যন্ত্রণা থেকে পর্যায়ক্রমে পরিত্রাণ পাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নয়নের পথে হাঁটছে বাংলাদেশ। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলশী ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট মোঃ শাসসুল আলম, সিঙ্গারের সেলস ম্যানেজার মাহমুদুর রহমান খান, এরিয়া ম্যানেজার মোতাকাব্বির ইবনে কবির চৌধুরী, জেলা ম্যানেজার মোঃ সোহেল বাসার, আতিকুর রহমান, মারুফ আহমেদ, অনুপম কুমার বিশ্বাস, ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চু প্রমুখ। হোলসিমকে কিনে নিল লাফার্জ সুরমা পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি হোলসিম বাংলাদেশকে কিনে নেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট। বুধবার লাফার্জ সুরমার পরিচালনা পর্ষদের বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানি সূত্রে জানা গেছে, বাংলাদেশে হোলসিমের ১০০ শতাংশ শেয়ারের মালিকানা কিনে নিচ্ছে লাফার্জ সুরমা সিমেন্ট। এ জন্য কোম্পানিটিকে নগদ গুণতে হবে ১১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯২৮ কোটি টাকা। এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য আগামী বছরের ৩১ জানুয়ারি কোম্পানির বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৮ জানুয়ারি। শেয়ারহোল্ডারদের সম্মতির পর বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হবে। -অর্থনৈতিক রিপোর্টার অষ্টম আইসিবি বে-মেয়াদী ফান্ডে রূপান্তরিত অষ্টম আইসিবি মিউচুয়াল ফান্ডকে মেয়াদী থেকে বে-মেয়াদী ফান্ডে রূপান্তরের অনুমতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ফান্ডটির ট্রাস্টি আইসিবি জানিয়েছে, গত ৬ ডিসেম্বর বিএসইসি ফান্ডটিকে মেয়াদী থেকে বে-মেয়াদী ফান্ডে রূপান্তরের অনুমতি দিয়েছে। এর আগে গত ৬ নবেম্বর ফান্ডটির ইউনিট হোল্ডাররা বে-মেয়াদী ফান্ডের পক্ষে সম্মতি দিয়েছে। বে-মেয়াদী ফান্ডের পক্ষে ইউনিট হোল্ডারদের ৯৯ দশমিক ৪৭ শতাংশ ভোট পড়েছে। উল্লেখ্য, ফান্ডটির পরবর্তী রূপান্তর প্রক্রিয়া রূপান্তর গাইড অনুযায়ী সম্পন্ন করা হবে। -অর্থনৈতিক রিপোর্টার
×