ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বগুড়ায় ভ্যাট দিবস ও সপ্তাহ উদযাপন

প্রকাশিত: ০৩:৪৬, ১৬ ডিসেম্বর ২০১৬

বগুড়ায় ভ্যাট দিবস ও সপ্তাহ উদযাপন

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০১৬ উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহরের শহীদ টিটু মিলনায়তনে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর অঞ্চল বগুড়ার কর কমিশনার একেএম বদিউল আলম। ভ্যাট দিবসে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। বর্ণাঢ্য র্যালি ও উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর স্বাগত বক্তব্য দেন বগুড়া কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগের ডেপুটি কমিশনার মোঃ নূর উদ্দিন মিলন। তিনি ২০১৪-১৫ অর্থবছরে বগুড়া জেলার সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী হিসেবে পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহের নাম ঘোষণা করার পর প্রতিষ্ঠানসমূহের মালিকগণ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- বগুড়া চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ মাসুদুর রহমান মিলন, ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহ-অধিনায়ক মোঃ আব্দুল লতিফ, কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীর অতিরিক্ত কমিশনার একেএম মাহবুবুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে বগুড়ার ইটভাঁটি প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে সকল প্রতিষ্ঠান ২০১৫-১৬ অর্থবছরের প্রদেয় ভ্যাট চলতি বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে পরিশোধ করেছে তাদের সম্মাননা প্রদান করা হয়। ব্লক মার্কেটে ৯ কোম্পানির লেনদেন অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্লক মার্কেটে বৃহস্পতিবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কর্পোরেশন লিমিটেড (বিআইএফসি)। এই কোম্পানি ৩৫ লাখ ৪৭ হাজার ৫২৪টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৩ কোটি ১ লাখ টাকা। সূত্র জানায়, বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ৯ কোম্পানি ও ৩ মিউচুয়াল ফান্ডের শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানি ও ফান্ড মিলে মোট ৮৪ লাখ ৪ হাজার ৮৫৮টি শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৭ কোটি ৩৯ লাখ টাকা। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ৩৩ লাখ ইউনিট লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৭ কোটি ২৬ লাখ টাকা। সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৬ লাখ ইউনিট লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৭২ লাখ টাকা।
×