ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্বাধীনতার জন্য বাংলাদেশের সমর্থন চান বালুচ নেতা

প্রকাশিত: ০৮:৪৪, ১৫ ডিসেম্বর ২০১৬

স্বাধীনতার জন্য বাংলাদেশের সমর্থন চান বালুচ নেতা

বিডিনিউজ ॥ পাকিস্তান থেকে স্বাধীনতা প্রত্যাশী বেলুচিস্তানের নেতা মীর সুলেমান দাউদ জান আহমেদজাই বাংলাদেশ সরকারের সমর্থন চেয়েছেন। ‘কালাতের খান’ উপাধিতে পরিচিতি স্বেচ্ছা নির্বাসিত এই বালুচ নেতা বলছেন, ব্রিটিশ শাসন থেকে মুক্ত হওয়ার পর থেকে পাকিস্তানের ‘দখলদারিত্বে’ আছেন তারা। বুধবার এক সাক্ষাতকারে আহমেদজাই বলেন, তারা (পাকিস্তান) তোমাদের (বাঙালী) সঙ্গে যে নিষ্ঠুরতা দেখিয়েছে, সেই একই কাজ আমাদের সঙ্গে করছে। একাত্তরে মুক্তিকামী বাঙালীর ওপর পাকিস্তানী হানাদার বাহিনীর বর্বরতার প্রসঙ্গ তুলে একথা বলেন তিনি। বেলুচিস্তানের পক্ষে আন্তর্জাতিক সমর্থন যোগাতে ২০০৭ সাল থেকে ব্রিটেনে অবস্থান করছেন আহমেদজাই। সেখান থেকেই তিনি ঢাকায় এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের একটি সেমিনারে অংশ নিতে। বেলুচিস্তানের স্থানীয়দের অনেকে আহমেদজাইকে দেখেন ‘রাজ্যহীন রাজা’ হিসেবে। আহমেদজাই বলেন, যে পরিস্থিতির মধ্য দিয়ে তাদের যেতে হচ্ছে, তা কূটনীতিকরা যেন বুঝতে পারেন, সেজন্য বাংলাদেশের সহযোগিতা চান তারা। ঢাকা যাতে বিষয়টি জাতিসংঘে তোলে, সে প্রত্যাশা তাদের।
×