ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আবুধাবী ঘোষণাপত্র

গ্লোবাল চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন দেশের নারী স্পীকাররা একমত

প্রকাশিত: ০৮:৪১, ১৫ ডিসেম্বর ২০১৬

গ্লোবাল চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন দেশের নারী স্পীকাররা একমত

স্টাফ রিপোর্টার ॥ গ্লোবাল চ্যালেঞ্জসমূহ মোকাবিলা করতে নির্দিষ্ট উদ্দেশ্য ও কর্ম পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের বিষয়ে একমত হয়েছেন বিভিন্ন দেশের সংসদে নারী স্পিকাররা। ভূ-রাজনৈতিক, আর্থ-সামাজিক, পরিবেশ ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবেলায় বাস্তব সম্মত পদক্ষেপ নেয়া দরকার। আর জেন্ডার সংবেদনশীল নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যত প্রজন্মের জন্য গড়তে হবে একটি ভাল মানের বিশ্ব। সংযুক্ত আরব আমীরাতে সংসদে নারী স্পিকারদের দুই দিনব্যাপী গ্লোবাল সামিট শেষে আবুধাবি ঘোষণাপত্রে এ তথ্য জানানো হয়। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এবং সংযুক্ত আরব আমিরাত ফেডারেল ন্যাশনাল কাউন্সিল আয়োজিত গ্লোবাল সামিটে ৫০টি দেশের সংসদ ৩৪ মহিলা স্পিকার ও সংসদ সদস্য উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানে আইপিইউ সভাপতি সাবের হোসেন চৌধুরী, এমপি বলেন, আবুধাবীর সম্মেলনে যা অর্জন করেছি তা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেয়া আমাদের দায়িত্ব। আবুধাবী ঘোষণাপত্রের ধারণা ও পরিকল্পনা কাজে রূপান্তর করাতে হবে। আর বর্তমান ও ভবিষ্যতের চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় তা কাজে লাগার বিষয়টি সুনিশ্চিত করতে হবে বলে জানান সাবের হোসেন চৌধুরী, এমপি।
×