ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতু প্রকল্পে কর্মরত শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৮:০০, ১৫ ডিসেম্বর ২০১৬

পদ্মা সেতু প্রকল্পে কর্মরত শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ পদ্মা সেতুর মিক্সার মেশিন চালক মোঃ জহিরুল ইসলাম (২৭) নদীতে পড়ে মারা গেছে। বুধবার বার্জে মিক্সার মেশিন চালানোর আঘাতপ্রাপ্ত সে পানিতে পড়ে যায়। পরে সেনাবাহিনীর সদস্যরা পানি থেকে তার লাশ উদ্ধার করেন। জহিরুল ইসলাম মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ গ্রামের বাসিন্দা। পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মোঃ আব্দুল কাদের জানান, মূল সেতুর চীনা ঠিকাদার মেজর ব্রিজ কোম্পানির শ্রমিক হিসেবে কাজ করছিল সে। জাজিরা থানার ওসি নজরুল ইসলাম জানান, পদ্মা সেতু প্রকল্পে জাজিরা প্রান্তে বার্জের ওপর মিক্সার মেশিন চালানোর সময় ঐ মেশিনের চালক দুর্ঘটনায় পতিত হয়ে পানিতে পড়ে যায়। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে জাজিরা থানার একটি অপমৃত্যু মামলা হয়েছে।
×