ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাষ্ট্রপতি কুচকাওয়াজ

প্রকাশিত: ০৬:২০, ১৫ ডিসেম্বর ২০১৬

রাষ্ট্রপতি কুচকাওয়াজ

বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ)৭৪/এ বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে বুধবার রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মিলিটারি একাডেমিতে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিএমএর ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সিরাজুল ইসলাম শিকদার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন করেন। এই কুচকাওয়াজের মাধ্যমে মোট ২৭ ক্যাডেট কমিশন লাভ করেন, যাদের মধ্যে ২৫ পুরুষ এবং ২ মহিলা রয়েছেন। এর আগে প্রধান অতিথি হিসেবে ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট বিএমএর বেলম্যান হ্যাঙ্গারে এসে পৌঁছলে বাংলাদেশ মিলিটারি একাডেমির ব্যাটালিয়ন কমান্ডার কর্নেল আবু সাঈদ মোহাম্মদ বাকির তাকে অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএমএ ও চট্টগ্রাম অঞ্চলের সামরিক-বেসামরিক কর্মকর্তা এবং সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। কলকাতায় বাংলাদেশ বিজয় উৎসব শুরু আজ ভারতের কলকাতায় নেতাজী ইনডোর স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার থেকে ৫ দিনব্যাপী ‘বাংলাদেশ বিজয় উৎসব’ শুরু হচ্ছে। কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন আয়োজিত এ উৎসবের উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বুধবার শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।খবর বাসস’র। বিজয় উৎসব উদ্বোধনের জন্য শিল্পমন্ত্রী বুধবার বিকেলে কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। উৎসবে বাংলাদেশের জামদানি, টাঙ্গাইলের তাঁত, রাজশাহীর সিল্কসহ বিভিন্ন ধরনের শাড়ি, পাট ও পাটজাত দ্রব্য এবং কারু ও হস্তশিল্পসহ অন্য পণ্য প্রদর্শন করা হবে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত সংসদে নারী স্পীকারদের গ্লোবাল সামিটে ‘আবুধাবী ঘোষণাপত্র’ উপস্থাপন করছেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সভাপতি সাবের হোসেন চৌধুরী, এমপি
×