ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বুদ্ধিজীবী দিবস

বায়তুল মোকাররমে কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিল

প্রকাশিত: ০৬:২০, ১৫ ডিসেম্বর ২০১৬

বায়তুল মোকাররমে কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিল

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সকাল ১০টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ সাহানে কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় ১৪ ডিসেম্বর শাহাদাতবরণকারী সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পঁচাত্তরের পনেরো আগস্টে শহীদ তাঁর পরিবারের সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেও মিলাদ ও মোনাজাত করা হয়। -বিজ্ঞপ্তি শহীদ বুদ্ধিজীবী দিবসে বিএসএমএমইউ উপাচার্যের শ্রদ্ধা নিবেদন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান বুধবার সকাল সাতটায় বিশ্ববিদ্যালয়ে জাতির পিতার ম্যুরালে এবং সকাল আটটায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আলী আসগর মোড়ল, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডাঃ গাজী শামীম হাসান ও রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল হান্নান। -বিজ্ঞপ্তি
×